সরকার-বিরোধী বিক্ষোভ কিরগিজিস্তানে, সংসদ ও প্রেসিডেন্ট ভবন দখল

সরকার-বিরোধী বিক্ষোভ কিরগিজিস্তানে, সংসদ ও প্রেসিডেন্ট ভবন দখল

আন্তর্জাতিক ডেস্ক :
কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে সরকার-বিরোধী ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে এবং বিক্ষোভকারীরা এরইমধ্যে দেশটির সংসদ ভবন ও প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে নিয়েছে।

বিক্ষোভকারীরা আজ (মঙ্গলবার) সকালে প্রেসিডেন্ট প্রাসাদের প্রধান ফটক ভেঙে ফেলে। ওই প্রাসাদ কম্পাউন্ডে দেশটির নিরাপত্তা বিভাগের সদর দপ্তর অবস্থিত। বিক্ষোভকারীদের আক্রমণের মুখে নিরাপত্তা প্রহরীর অবস্থান ছেড়ে চলে যায়। রুশ বার্তাসংস্থা তাস এ খবর দিয়েছে।

প্রেসিডেন্ট প্রাসাদের কম্পাউন্ডে অবস্থিত অন্য কয়েকটি ভবনে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয়। এছাড়া কিরগিজিস্তানের সাবেক প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভকে বিক্ষোভকারীরা কারাগার থেকে মুক্তি দেয়। দুর্নীতির অভিযোগ এনে গত আগস্ট মাসে তাকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছিল। কিরগিজিস্তানের বর্তমান প্রেসিডেন্ট সুরোনবাই জিনবেকভেল সঙ্গে দ্বন্দ্বের পর তিনি দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হন।

প্রেসিডেন্ট সুরোনবাই কোথায় রয়েছেন তা পরিষ্কার নয় তবে প্রেসিডেন্ট রাজধানী বিশকেকে রয়েছেন। চলমান বিক্ষোভ কর্মসূচি এবং সংসদ ভবন দখলের জন্য সাবেক প্রেসিডেন্ট আলমাজবেককে দায়ী করেছেন তিনি।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!