নিজস্ব প্রতিবেদকঃ
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে দলে থাকায় আইপিএলে খেলার জন্য সাকিব আল হাসান ও লিটন দাসকে এখনো ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের দুই তারকা ক্রিকেটারকে ছাড়া হার দিয়ে আইপিএলে ১৬তম আসর শুরু করল কলকাতা নাইটরাইডার্স। শনিবার মোহালিতে এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে সাত রানে হেরেছে সাকিব ও লিটনবিহীন কলকাতা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ভানুকা রাজাপাকসার ফিফটিতে পাঁচ উইকেটে ১৯১ রান তুলেছিল পাঞ্জাব। জবাবে ১৬ ওভারে সাত উইকেটে কলকাতার সংগ্রহ যখন ১৪৬ রান, বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টি না থামায় পরে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে শেষ হাসি হাসে পাঞ্জাব। দিনের দ্বিতীয় ম্যাচে লখনৌ ৫০ রানে হারিয়েছে মোস্তাফিজবিহীন দিল্লিকে।
স্বাগতিকদের ইনিংসে রাজাপাকসার ৩২ বলে ৫০ রানের পাশাপাশি কম-বেশি অবদান রেখেছেন সবাই। অধিনায়ক শিখর ধাওয়ান ২৯ বলে ৪০ ও স্যাম কারেন ১৭ বলে ২৬* রান করেন। জবাবে ২৯ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই ব্যাকফুটে চলে যায় কলকাতা। আন্দ্রে রাসেল ১৯ বলে ৩৫ ও ভেঙ্কোটেশ আয়ার ২৮ বলে ৩৪ রান করলেও শুরুর ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি তারা। দারুণ বোলিংয়ে ১৯ রানে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন পাঞ্জাবের তরুণ পেসার আর্শদীপ সিং।