নিউজ ডেস্ক:
ঢাকার সাভারের সালেপুরে ঢাকা-আরিচা মহাসড়কে পাশপাশি দুটি সেতুর একটির নিচের গার্ডারে (ভিম) ফাটল দেখা দেওয়ায় রাজধানীর সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। সেতুর উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
ঢাকা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, নব্বইয়ের দশকে সালেপুরে তুরাগ নদের ওপর পূর্ব ও পশ্চিম পাশে পাশপাশি দুটি সেতু নির্মাণ করা হয়। পূর্ব পাশের সেতু ব্যবহার হয় রাজধানীতে যানবাহন ঢোকার জন্য। আর পশ্চিম পাশের সেতু ব্যবহার হয় রাজধানী থেকে যানবাহন বের হওয়ার জন্য। গতকাল বুধবার পূর্ব পাশের সেতুর নিচের গার্ডারে (ভিম) ফাটল দেখা দেয়। এর কয়েক ঘণ্টা পর বুধবার সন্ধ্যা থেকে ওই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
সাভার ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় সালেপুরে পূর্ব পাশের সেতু বন্ধ করে দিয়ে উভয় পাশের যানবাহন চলাচলের জন্য পশ্চিম পাশের সেতু চালু রাখা হয়। এর ফলে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে রাজধানীর সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যাহত হতে থাকে।