সিইডিপির সশরীরে শিক্ষক প্রশিক্ষণ শুরু

সিইডিপির সশরীরে শিক্ষক প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কলেজ শিক্ষার মানোন্নয়নে গৃহীত কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় সশরীরে শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার (৭ মে) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) লেকচার গ্যালারি-১ এ এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি-বেসরকারি কলেজের ১২০ জন শিক্ষক প্যাডাগোজিভিত্তিক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের পাঠদানের নানা কৌশল ও পদ্ধতি শেখানোর এ প্রশিক্ষণ চার মাসব্যাপী চলবে। ৪০ জন করে ৩টি ব্যাচে (৪৪, ৪৫ ও ৪৬তম) এই প্রশিক্ষণের মডিউল সাজানো হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ হুমায়ুন আখতার।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য স্থপতি প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ। এ প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে রয়েছেন মালয়েশিয়ার নটিংহাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিমরানজিট কাউর জজ, ড. সুরিয়া সেলাসি বিনতে এনজিত। সিইডিপির উপ-প্রকল্প পরিচালক আব্দুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!