সিএনজি কাভার্ডভ্যান সংঘর্ষে বিজিবি সদস্যসহ নিহত ২

সিএনজি কাভার্ডভ্যান সংঘর্ষে বিজিবি সদস্যসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদকঃ

নেত্রকোনায় কাভার্ডভ্যান- সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ সিএনজি চালক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। গতকাল রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের ঝাউসি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্য সুমন চৌহান কাপতাই ৪১ বিজিবিতে কর্মরত ছিলেন। সে নেত্রকোনার বারহাট্রা উপজেলার বকুল চৌহানের ছেলে। নিহত সিএনজি চালক অসীম মিয়ার বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়। আহতরা হলেন মোফাজ্জল ও আব্দুল্লাহ আল মামুন। তাদের  বাড়ি ময়মনসিংহ জেলায়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ময়মনসিংহ থেকে একটি সিএনজি চার যাত্রী নিয়ে নেত্রকোনার উদ্দেশ্যে আসার পথে উপজেলার ঝাউসি নাসক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সিএনজির সব যাত্রী গুরুতর আহত হন।

এসময় স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!