নিজস্ব প্রতিবেদকঃ
বিশিষ্ট সংগীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার এক শোক বার্তায় শেখ হাসিনা দেশের সংগীত জগতে আলাউদ্দিন আলীর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
এছাড়াও শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রসঙ্গত, বরেণ্য সংগীতব্যক্তিত্ব আলাউদ্দীন আলী সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাংলা গান, বিশেষ করে বাংলা চলচ্চিত্রে অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা আলাউদ্দীন আলী একই সঙ্গে সুরকার, সংগীত পরিচালক, বেহালাবাদক ও গীতিকার। গান লিখে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। তার কালজয়ী গানগুলোর মধ্যে ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘ইস্টিশনের রেলগাড়িটা’, ‘দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়’, ‘হয় যদি বদনাম হোক আরো’ অন্যতম।
গুণী এই মানুষটি ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাঁশবাড়ি গ্রামে গ্রন্মগ্রহণ করেন। তার বাবার নাম ওস্তাদ জাদব আলী এবং মায়ের নাম জোহরা খাতুন।