সোনাগাজীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ১০

সোনাগাজীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ১০

নিজস্ব প্রতিবেদকঃ

ফেনীর সোনাগাজীতে ভূমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মে) দুপুরের দিকে সদর ইউনিয়নের ছড়াইতকান্দিতে এ হামলার ঘটনা ঘটেছে।

নিহত মিজান ওই গ্রামের কালা সোবাহানের বাড়ীর বাসিন্দা। এসময় নিহতের অপর দুই ভাই আবু তৈয়ব (৪৫) ও আবদুল হাই (৪৮) কে গুরুতর জখম অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রে জানা গেছে, শুক্রবার  দুপুর ১২টার দিকে মনগাজী বাজার থেকে বাড়ীতে আসার সময় পূর্ব বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে মিজানুর রহমান (৪০) আবু তৈয়ব (৪৫) ও  আবদুল হাই (৪৮) এর উপর লোহার রড, ছুরি ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয়রা আহত অবস্থায় ৩ ভাইকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধিন অবস্থায় মিজানুর রহমান রাতে মারা যায়।

স্থানীয়রা জানান, ভূমি বিরোধ নিয়ে চলমান মামলায় নিহত মিজানদের পক্ষে রায় দেন আদালত। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়।

সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ মামলা করেনি। বিষয়টি আমরা অতি গুরুত্বের সঙ্গেই দেখছি।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!