সৌদির ছাপানো ব্যাংক নোটে ক্ষুব্ধ ভারত ও পাকিস্তান

সৌদির ছাপানো ব্যাংক নোটে ক্ষুব্ধ ভারত ও পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংক একটি নতুন নোট ছেপেছে যার কারণে ভারত ও পাকিস্তান খুবই ক্ষুব্ধ হয়েছে।

শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংক ওই নোট ছেপেছে এবং গত সপ্তাহে তা অবমুক্ত করা হয়। জি-২০ শীর্ষ সম্মেলন এবার সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে। সৌদি আরবের সভাপতিত্বকে স্মরণীয় করে রাখতে দেশটির অর্থ বিভাগ এই উদ্যোগ নিয়েছে।

নতুন নোটের একদিকে আছে রাজা সালমানের ছবি এবং জি-২০ সম্মেলনের লোগো আর অন্যদিকে বিশ্ব মানচিত্র রয়েছে। এই মানচিত্রে কাশ্মীরকে সম্পূর্ণভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি গিলগিট-বালতিস্তান ও আযাদ কাশ্মীরকে পাকিস্তান থেকে আলাদা করে দেখানো  হয়েছে।

এ বিষয়ে ভারত সরকারের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, সৌদি আরবের পক্ষ থেকে ছাপনো ব্যাংক নোট নিয়ে নয়াদিল্লি মারাত্মক উদ্বেগ প্রকাশ করেছে। এই উদ্বেগ জানানো হয়েছে ভারতে সৌদি দূতাবাস ও রিয়াদে ভারতীয় দূতাবাসের মাধ্যমে।

এদিকে, বিতর্কিত কাশ্মীর অঞ্চলকে পাকিস্তানের মানচিত্র থেকে মুছে দেয়ার জন্য ইসলামাবাদের কর্মকর্তা দেশটির জন্য বড় রকমের অবজ্ঞা হিসেবে দেখছেন।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!