স্কুলে অনুপস্থিত ৯৫ শিক্ষক-কর্মচারীকে শোকজ

স্কুলে অনুপস্থিত ৯৫ শিক্ষক-কর্মচারীকে শোকজ

নিজস্ব প্রতিবেদকঃ

অননুমোদিতভাবে স্কুলে অনুপস্থিত থাকা দেশের বিভিন্ন অঞ্চলের ৯৫ জন শিক্ষক-কর্মচারীকে শোকজ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কোনো ঘোষণা না দিয়েই গত ফেব্রুয়ারি মাসে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে গেলে তাদের অনুপস্থিত পাওয়া যায়। কর্মস্থলে তাদের অনুপস্থিত থাকার কারণ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সশরীরে উপস্থিত হয়ে জানাতে বলা হয়েছে।

গতকাল এ শিক্ষক-কর্মচারীকে শোকজ নোটিশ পাঠিয়েছে অধিদপ্তর।

অধিদপ্তর জানিয়েছে, ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন গিয়ে মাঠপর্যায়ের কর্মকর্তারা এ ৯৫ জন শিক্ষক-কর্মচারীকে অনুপস্থিত পেয়েছেন। অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে মাধ্যমিক উইংয়ে পাঠানো প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

শোকজ নোটিশে ওই ৯৫ শিক্ষককে পাঁচ কর্মদিবসের মধ্যে অননুমোদিতভাবে স্কুলে অনুপস্থিত থাকার সুস্পষ্ট কারণ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সশরীরে উপস্থিত হয়ে জানাতে বলা হয়েছে।

মনিটরিং কর্মকর্তারা বলেন, ডিজিটাল মনিটরিংয়ের আওতায় যেসব শিক্ষক কর্মচারীদের অনুপস্থিত পাওয়া যায় তাদের তালিকা প্রতি মাসের প্রতিবেদন আকারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে জমা দেওয়া হয়। মার্চ মাসের প্রতিবেদনও প্রায় প্রস্তুত।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!