নিজস্ব প্রতিবেদকঃ
পূবাইলে মাথায় আঘাত ও শ্বাসরোধে স্ত্রীকে হত্যার পর কক্ষে তালা দিয়ে পালিয়ে যাওয়া স্বামী ওমর ফারুককে (৩০) কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে কিশোরগঞ্জের হোসেনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পূবাইল থানা পুলিশ।
গ্রেফতার ওমর ফারুক ময়মনসিংহের নান্দাইল থানার তেলিয়া এলাকার সিদ্দিক মিয়ার ছেলে। ওমর ফারুক তার স্ত্রীকে নিয়ে পূবাইলের করমতলা এলাকার জনৈক রিপন হাজীর বাড়িতে ভাড়ায় বসবাস করে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
হত্যাকাণ্ডের শিকার নাজমা খাতুন (৩৩) সিরাজগঞ্জের এনায়েতপুর থানার মামুদ আলী সিকদারের মেয়ে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, নাজমা দুই বছর আগে ওমর ফারুককে ভালোবেসে বিয়ে করেন। গত শনিবার সকালে পারিবারিক বিরোধের জেরে নাজমা খাতুনকে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যার পর কক্ষের বাইরে তালা দিয়ে পালিয়ে যায় স্বামী ওমর ফারুক। এ ঘটনায় নাজমার পিতা মামুদ আলী সিকদার বাদী হয়ে পূবাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে কিশোরগঞ্জ জেলা পুলিশের সহায়তায় আসামি ওমর ফারুককে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে পূবাইল থানা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা পূবাইল থানার এসআই আবুল হোসেন বলেন, আসামি নিয়ে কোর্টে আছি পরে কথা বলব।