নিজস্ব প্রতিবেদকঃ
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ধূমপান মাদক ও দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন (ডিএমডিবিএফ) এর সরাইল উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি উজ্জল মিয়া ও সাধারণ সম্পাদক আতিকুর রহমানের নাম ঘোষণা করা হয়। কমিটিতে সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ ইবনে সিয়াম।
১৩ মার্চ সোমবার রাজধানীর তোপখানা রোডের প্রধান কার্যালয়ে ধূমপান মাদক ও দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন (ডিএমডিবিএফ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জনাব আলীউল আজীম রাজু ও সভাপতি মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত সরাইল উপজেলার নবনির্বাচিত ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ও ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির তালিকা প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে আরো যারা রয়েছেন
সহ-সভাপতি পদে এ জেড এম সাইফুল ইসলাম, তোফাজ্জেল হোসেন, সালাউদ্দিন আহমেদ, যুগ্ন-সাধারণ সম্পাদক লিংকন চন্দ্র দাস, অর্থ সম্পাদক মোঃ মহসিন মিয়া, প্রচার সম্পাদক ইমন মিয়া।
এছাড়াও দপ্তর সম্পাদক মোঃ রাজু মিয়া, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ রহিম মিয়া, আইন সম্পাদক মোঃ নাসির হোসাইন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সোহান মিয়া, সমাজকল্যাণ সম্পাদক তামীম ভূঁইয়া, যুব ও ক্রীড়া সম্পাদক রাহাদ উদ্দিন রাজু, সাংস্কৃতিক সম্পাদক মেহেদি হাসান তানভীর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অন্তর হোসাইন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মোঃ তামীম হক, কার্যনির্বাহী সদস্য রাব্বি খাঁ, আল আমিন, আজাদ মিয়া, মোঃ আইনুল হক, উম্মান মিয়া, আহমেদ বিন রাসেল প্রমুখ।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন ধূমপান মাদক ও দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন দেশব্যাপী ধূমপান, মাদক, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম, বিশেষ করে স্কুল-কলেজ এর শিক্ষার্থীদের মাঝে ধূমপান ও মাদকের কুফল সম্পর্কে ব্যপক সচেতনতা তৈরি করা, পরিবেশ রক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সহ নানারকম সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।