নিজস্ব প্রতিবেদক :
ধূমপান, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার যুবদের জাতীয় সংগঠন ধূমপান, মাদক ও দুর্নীতি বিরোধী ফাউন্ডেশনের রংপুর সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এম হামিদুর রহমান লিমন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: শাহিন আলম।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন- মো: আক্তাবুজ্জামান (সাংগঠনিক সম্পাদক), এ কে এম মাহামুদুল হাসান মিন্টূ (সহ-সভাপতি), মো: মোকলেছুর রহমান(সহ-সভাপতি), মো: লাল মিয়া (সহ-সভাপতি), মোছাঃ নুসরাত জাহান খুশি (যুগ্ম সাধারণ সম্পাদক), মো: সোহাগ মিয়া (যুগ্ম সাধারণ সম্পাদক), মো: রুবেল মিয়া (অর্থ সম্পাদক), মো: মাসুম মিয়া(প্রচার সম্পাদক), মো: ওমান গণি (দপ্তর সম্পাদক), মো: আশিকুর রহমান (শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক), মো: মানিক মোক্তার (আইন সম্পাদক), মোছা: রেজোয়ানা পারভীন(মহিলা বিষয়ক সম্পাদক), মো: জাহিদ ইসলাম(গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক), মোছা: আফরোজা বেগম(সমাজকল্যাণ সম্পাদক), মো: শিমুল আক্তার(স্বাস্থ্য সম্পাদক), মো: মিলন মিয়া (যুব ও ক্রীড়া সম্পাদক), মো: মুরাদ মিয়া (সাংস্কৃতিক সম্পাদক), মো: নিহাত নয়ন (তথ্য ও প্রযুক্তি সম্পাদক), মো: আব্দুল কাফি (দুর্যোগ ও ত্রাণ সম্পাদক), মোছা: শাহিনুর বেগম (পরিবেশ ও জলবায়ু সম্পাদক), মো: কুরবান আলী(নির্বাহী সদস্য), মোছা: আলোম আরা মিনু(নির্বাহী সদস্য), শারমীন শিলা(নির্বাহী সদস্য), মোছা: মল্লিকা আখতার (নির্বাহী সদস্য), মো: সিরাজুল ইসলাম (নির্বাহী সদস্য), মো: সাদেকুল ইসলাম (নির্বাহী সদস্য), মোছা: শিরিন আক্তার (নির্বাহী সদস্য), মো: মরিয়ম আক্তার (নির্বাহী সদস্য), মো: কামরুজ্জামান (নির্বাহী সদস্য), মো: আবু তাহের মিয়া (নির্বাহী সদস্য), মো: কবির হোসেন (নির্বাহী সদস্য), মোছা: নুজহাত তাবাচ্ছুম (নির্বাহী সদস্য)।
ধূমপান, মাদক ও দুর্নীতি বিরোধী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জনাব আলীউল আজীম রাজু এবং সভাপতি জনাব মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত ৩৪ সদস্যবিশিষ্ট সিংড়া উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য, ধূমপান মাদক ও দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন, যা ধুমপান, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি করাসহ সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। সংগঠনটির নবগঠিত রংপুর সদর উপজেলা কমিটি ধূমপান মাদক ও দুর্নীতিমুক্ত ‘আধুনিক রংপুর’ বিনির্মানে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।