হবিগঞ্জে হাত-পা বেঁধে রাতভর গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

হবিগঞ্জে হাত-পা বেঁধে রাতভর গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

নিউজ ডেস্ক :
হবিগঞ্জের নবীগঞ্জে এক গৃহবধূকে হাত পা, মুখ বেঁধে রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন। মামলার পরই পুলিশ সাইফুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার মিনহাজপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইফুল আলমপুর গ্রামের সাদিক মিয়ার পুত্র ও স্থানীয় সিএনজি চালক।

মামলায় অভিযোগ করা হয়, রোববার সন্ধ্যায় সিএনজিযোগে শেরপুর থেকে নবীগঞ্জের মজলিসপুর যাচ্ছিলেন। এ সময় গৃহবধূকে হাত পা, মুখ বেঁধে বিভিন্নস্থানে নিয়ে রাতভর ধর্ষণ করে সিএনজি শ্রমিকরা। পরে আউশকান্দি ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবনে এনে রাতভর সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে সকালে সিএনজিযোগে তাকে তার আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবলের সার্কেল এএসপি পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে পুলিশের দুইটি টিম ঘটনাস্থলে পৌঁছে ভিকটিম গৃহবধূকে উদ্ধার করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, মামলার ২য় আসামি সাইফুলকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!