নিজস্ব প্রতিবেদকঃ
প্রায় ২১ ঘণ্টার চেষ্টায় নিভেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে তুলার গোডাউনের আগুন। রোববার (১২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের এনডিসি মো. তৌহিদুল ইসলাম।
তৌহিদুল ইসলাম তিনি বলেন, ‘সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ধোঁয়া আছে। তাই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ফায়ার আউট ঘোষণা করা হয়নি।’
তিনি জানান, পর্যাপ্ত পানি না পাওয়ায় দীর্ঘ চেষ্টাতে ওই গুদামের আগুন নেভানো যাচ্ছিল না। আশপাশের পুকুরসহ বিভিন্ন জলাধারের পানি শেষ হয়ে যাওয়ায় ক্যান্টনমেন্ট, ভাটিয়ারি, বাড়বকুণ্ডসহ বিভিন্ন জায়গা থেকে পানি সংগ্রহ করা হয়।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ছোট কুমিরা এলাকার নেমসন কন্টেইনার ডিপো সংলগ্ন ওই তুলার গুদামে আগুন লাগে। ইউনিটেক্স নামে একটি কোম্পানির আমদানি করা দুই হাজার ৭০০ টন তুলা মজুদ ছিল সেখানে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর মোট ১৮টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করেছে।