২৬ বছর পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২৬ বছর পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ

পারিবারিক কলহের জের ধরে ফেনীর পরশুরাম থানা এলাকায় স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. ইব্রাহীম ওরফে মুন্সী মিয়াকে (৫৯) গাজীপুরের গাছা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ শনিবার সকালে র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান। খবর বাসসের

তিনি জানান, ইব্রাহীম মিয়া ফেনীর পরশুরাম থানার উত্তর কাউতলী গ্রামের প্রয়াত আলী আহম্মদের ছেলে। ১৯৯৭ সালে স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি তিনি। ঘটনার পর সৌদি আরবে চলে গিয়েছিলেন তিনি। সেখান থেকে দীর্ঘ ২৫ বছর পর দেশে ফেরেন তিনি। সবমিলিয়ে ২৬ বছর ধরে পলাতক ছিলেন ইব্রাহীম।

র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল শুক্রবার গভীর রাতে গাজীপুরের গাছা থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে মো. ইব্রাহীম ওরফে মুন্সী মিয়াকে গ্রেপ্তার করে।

ফারজানা হক জানান, ১৯৯৭ সালে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন ইব্রাহীম ওরফে মুন্সী। হত্যার পর তার বিরুদ্ধে ফেনীর পরশুরাম থানায় একটি হত্যা মামলা হয়। এর পর তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। বিচারিক প্রক্রিয়া শেষে ১৯৯৯ সালে আদালত ওই হত্যা মামলায় ইব্রাহিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার আরও জানান, আত্মগোপনে থাকার এক পর্যায়ে ইব্রাহীম সৌদি আরবে চলে যায়। সৌদি আবর থেকে দীর্ঘ ২৫ বছর পর দেশে ফিরে গাজীপুরের গাছা থানা এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!