ঢাকা , রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মইনুল হোসেনের জানাজা সুপ্রীম কোর্টে সম্পন্ন

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:১৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • / ১১৮২ বার পঠিত

আজ রোববার (১০ ডিসেম্বর) সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনের বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

 

এর আগে তার স্মৃতি স্মরণ করে বক্তব্য দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির। পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেন ছোট ভাই আনোয়ার হোসেন মঞ্জু ও বড় ছেলে জাবেদ হোসেন।

 

নামাজে জানাজায় অংশ নেন সাবেক প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

 

এর আগে মইনুল হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার দ্বিতীয়ার্ধে অর্ধ দিবস আপিল বিভাগের বিচারকাজ বন্ধ রাখা হয়। একই সঙ্গে হাইকোর্ট বিভাগেও দ্বিতীয়ার্ধে (দুপুর ২টা থেকে ৪ঃ১৫ টা পর্যন্ত) বিচারকাজ বন্ধ রাখা হয়।

 

গতকাল শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

মইনুল হোসেনের জানাজা সুপ্রীম কোর্টে সম্পন্ন

আপডেটঃ ০৫:১৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

আজ রোববার (১০ ডিসেম্বর) সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনের বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

 

এর আগে তার স্মৃতি স্মরণ করে বক্তব্য দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির। পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেন ছোট ভাই আনোয়ার হোসেন মঞ্জু ও বড় ছেলে জাবেদ হোসেন।

 

নামাজে জানাজায় অংশ নেন সাবেক প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

 

এর আগে মইনুল হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার দ্বিতীয়ার্ধে অর্ধ দিবস আপিল বিভাগের বিচারকাজ বন্ধ রাখা হয়। একই সঙ্গে হাইকোর্ট বিভাগেও দ্বিতীয়ার্ধে (দুপুর ২টা থেকে ৪ঃ১৫ টা পর্যন্ত) বিচারকাজ বন্ধ রাখা হয়।

 

গতকাল শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।