ঢাকা , রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বেনজীর দেশে আছেন কি না জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:২৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • / ৮৭৮ বার পঠিত

পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বিদেশে চলে গেছেন কি না তা জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, যদি কেউ অন্যায় করে তাকে শাস্তি পেতে হবে।

 

আজ শনিবার (১ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) ছাত্রলীগ আয়োজিত মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

আসাদুজ্জামান খান কামাল বলেন, কেউ যদি অন্যায় করে থাকে, আইন অনুযায়ী তার বিচার হবে। সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুর্নীতি করে থাকলে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এর দায় পুলিশ বাহিনী নেবে না।

 

বেনজীরের দেশত্যাগের বিষয়ে তিনি বলেন, তাকে এখনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তিনি এখন দেশে আছেন কি না জানি না। জেনে বলতে হবে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসলে তিনি (বেনজীর) কতটুকু সম্পদ করেছেন কিংবা পাচার করেছে এ ব্যাপারে আমাদের হাতে কোনো প্রমাণ নাই। এ নিয়ে তদন্ত চলছে। তদন্তে যদি প্রমাণিত হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল হত্যাকাণ্ডটি হয়েছে ভারতে। মূল হত্যাকাণ্ড অনুযায়ী মামলাটা ভারতে হয়েছে। আর ভারতের সাথে যুক্তরাষ্ট্রের একটা বন্দি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি আছে। কাজেই ভারত সরকার তাদের কাছে আবেদন করবেন। যেহেতু ঘটনাটি তাদের দেশে হয়েছে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম।

 

এমপি আজীম হত্যার বিষয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীসহ সবাই অনেক উদ্বিগ্ন। এরকম একজন সংসদ সদস্যকে নৃশংসভাবে হত্যা করবে আর আমরা বসে থাকব- এটা হতে পারে না। কাজেই আমাদের সব ধরনের প্রচেষ্টা চলছে। যারা এ হত্যা করেছেন এবং হত্যার জন্য সহযোগিতা করেছেন, সবাইকে শাস্তির আওতায় আনা হবে। যিনি নেপালে রয়েছেন তাকে ফিরিয়ে আনতে সব রকমের ব্যবস্থা আমরা করছি। আমাদের এখন তদন্ত কাজ চলছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বেনজীর দেশে আছেন কি না জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটঃ ০৫:২৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪

পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বিদেশে চলে গেছেন কি না তা জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, যদি কেউ অন্যায় করে তাকে শাস্তি পেতে হবে।

 

আজ শনিবার (১ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) ছাত্রলীগ আয়োজিত মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

আসাদুজ্জামান খান কামাল বলেন, কেউ যদি অন্যায় করে থাকে, আইন অনুযায়ী তার বিচার হবে। সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুর্নীতি করে থাকলে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এর দায় পুলিশ বাহিনী নেবে না।

 

বেনজীরের দেশত্যাগের বিষয়ে তিনি বলেন, তাকে এখনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তিনি এখন দেশে আছেন কি না জানি না। জেনে বলতে হবে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসলে তিনি (বেনজীর) কতটুকু সম্পদ করেছেন কিংবা পাচার করেছে এ ব্যাপারে আমাদের হাতে কোনো প্রমাণ নাই। এ নিয়ে তদন্ত চলছে। তদন্তে যদি প্রমাণিত হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল হত্যাকাণ্ডটি হয়েছে ভারতে। মূল হত্যাকাণ্ড অনুযায়ী মামলাটা ভারতে হয়েছে। আর ভারতের সাথে যুক্তরাষ্ট্রের একটা বন্দি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি আছে। কাজেই ভারত সরকার তাদের কাছে আবেদন করবেন। যেহেতু ঘটনাটি তাদের দেশে হয়েছে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম।

 

এমপি আজীম হত্যার বিষয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীসহ সবাই অনেক উদ্বিগ্ন। এরকম একজন সংসদ সদস্যকে নৃশংসভাবে হত্যা করবে আর আমরা বসে থাকব- এটা হতে পারে না। কাজেই আমাদের সব ধরনের প্রচেষ্টা চলছে। যারা এ হত্যা করেছেন এবং হত্যার জন্য সহযোগিতা করেছেন, সবাইকে শাস্তির আওতায় আনা হবে। যিনি নেপালে রয়েছেন তাকে ফিরিয়ে আনতে সব রকমের ব্যবস্থা আমরা করছি। আমাদের এখন তদন্ত কাজ চলছে।