ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আড়াই ঘণ্টা পর স্বাভাবিক উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৫১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • / ৬৬৯ বার পঠিত

নওগাঁর রাণীনগরে ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে নীলফামারী ও দিনাজপুরের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।

 

আজ মঙ্গলবার (০৪ জুন) বেলা ১০টায় উপজেলা শাহগোলা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহারে রেলওয়ে স্টেশন মাস্টার হাফিজুর রহমান।

 

এতে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা ও খুলনার রেল যোগাযোগ। এরপর দুপুর ১২টা ২০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে রাণীনগর স্ট্রেশন ছেড়ে আত্রাইয়ের দিকে যাচ্ছিল। এ সময় রাণীনগরের বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে যায়। এতে ট্রেনটি মাঝ পথেই দাঁড়িয়ে যায়।

 

প্রায় দেড় ঘণ্টা পর বিকল বগিটিকে রেখেই বরেন্দ্র এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্য ছেড়ে যায়। আর ওই ট্রেনের ‘ক’ বগি উদ্ধারের জন্য সান্তাহার থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে যাওয়া হয়। এতে এ রুটে চলাচলকারী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এরপর দুপুর ১২টা ২০ মিনিটে বিকল বগিটি উদ্ধার করে রাণীনগর স্টেশনে রাখা হয়। এরপর এ রুটে চলাচলকারী সব ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

রাণীনগর স্টেশন মাস্টার মো. মানিক বলেন, বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ‘ক’ নং বগির নিচে স্প্রিং সকাপ ভেঙে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। বিকল বগিটি উদ্ধার করে রাণীনগর স্টেশনে নিয়ে আসা হয়েছে। এরপর দুপুর ১২টা ২০ মিনিটে সব ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

আড়াই ঘণ্টা পর স্বাভাবিক উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল

আপডেটঃ ০১:৫১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

নওগাঁর রাণীনগরে ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে নীলফামারী ও দিনাজপুরের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।

 

আজ মঙ্গলবার (০৪ জুন) বেলা ১০টায় উপজেলা শাহগোলা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহারে রেলওয়ে স্টেশন মাস্টার হাফিজুর রহমান।

 

এতে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা ও খুলনার রেল যোগাযোগ। এরপর দুপুর ১২টা ২০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে রাণীনগর স্ট্রেশন ছেড়ে আত্রাইয়ের দিকে যাচ্ছিল। এ সময় রাণীনগরের বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে যায়। এতে ট্রেনটি মাঝ পথেই দাঁড়িয়ে যায়।

 

প্রায় দেড় ঘণ্টা পর বিকল বগিটিকে রেখেই বরেন্দ্র এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্য ছেড়ে যায়। আর ওই ট্রেনের ‘ক’ বগি উদ্ধারের জন্য সান্তাহার থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে যাওয়া হয়। এতে এ রুটে চলাচলকারী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এরপর দুপুর ১২টা ২০ মিনিটে বিকল বগিটি উদ্ধার করে রাণীনগর স্টেশনে রাখা হয়। এরপর এ রুটে চলাচলকারী সব ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

রাণীনগর স্টেশন মাস্টার মো. মানিক বলেন, বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ‘ক’ নং বগির নিচে স্প্রিং সকাপ ভেঙে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। বিকল বগিটি উদ্ধার করে রাণীনগর স্টেশনে নিয়ে আসা হয়েছে। এরপর দুপুর ১২টা ২০ মিনিটে সব ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।