ঢাকা , শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শাকিব খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন সাবিলা নূর!

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৩:২২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
  • / ৫৫৮ বার পঠিত

দেশের প্রেক্ষাগৃহে চলছে শাকিবের ‘তুফান’ সিনেমা। সিনেপ্লেক্সে কিছুটা দর্শক হলেও সিঙ্গেল স্ক্রিনে যেন অসহায় এক শাকিব খান। হলমালিকরাও বেশ দুশ্চিন্তায় আছেন আর্থিক লোকসান নিয়ে। দর্শক খরায় দিশেহারা তারা।

 

এদিকে এ সিনেমা নিয়ে নতুন এক তথ্য জন্ম দিলো রহস্যের। অভিযোগে জর্জরিত শাকিবের এ ‘তুফান’ সিনেমায় বাংলাদেশের নাবিলা ও ভারতের মিমিকে দেখা যায়। তবে তার আগেই ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরকে প্রস্তাব করা হয় শাকিবের জন্য। কিন্তু তা ফিরে দেন এ অভিনেত্রী।

 

রাজি হননি তুফান সিনেমায় কাজ করতে। পরিচালক প্রযোজকের স্বঘোষিত দেশের একমাত্র মেগাস্টারকে কেন ফিরিয়ে দিলেন সাবিলা! যেখানে শাকিবের সঙ্গে সিনেমা করতে নায়িকারা উদগ্রীব, সেখানে এ প্রত্যাখ্যান প্রশ্নের জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে কিছু বলতে নারাজ এ অভিনেত্রী। খুব বুদ্ধিমত্তার সঙ্গে এড়িয়ে গেছেন তুফান প্রসঙ্গ।

 

সাবিলা বলেন, ‘তুফান নিয়ে এখন আসলে বেশিকিছু বলতে চাই না। সবাই বলছে সিনেমাটি নাকি ভালো চলছে। তাই অতীতের কথা আর সামনে নিয়ে আসতে চাই না। আমি প্রস্তাবে রাজি হইনি কেন সেটা আমাদের মধ্যেই থাকুক। যারা কাজ করেছেন তারা প্রত্যেকে এত চমৎকার অভিনয় করেছেন, সবার জন্য শুভ কামনা।’

 

তবে তুফানকে ফিরিয়ে দিলেও শিগগিরই অন্য কাউকে সঙ্গী করে বড় পর্দায় আসবেন সাবিলা এমন ইঙ্গিত দিয়েছেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘বড়পর্দার প্রিপারেশন তো অনেক বড় পরিসরে নিতে হয়। এত বিশাল একটা ক্যানভাসে কাজ করব, ফলে নিজেকে আরও ভিন্নভাবে প্রেজেন্ট করতে চাইব। ওটিটিতে কাজের সময়েও আমি বলেছিলাম, নাটকে যেভাবে আমাকে দেখেছেন দর্শক, সেভাবে হাজির হতে চাই না। সিনেমার ক্ষেত্রেও একই কথা বলতে চাই।

 

নাটক এবং ওটিটিতে আমাকে যেভাবে দেখা গেছে, সেভাবে সিনেমাতেও দেখা যাক তা চাই না। সেরকম গল্প, চরিত্র এবং পরিচালকের জন্য অপেক্ষা করেছি এতদিন, এখন অনেকখানি এগিয়েছে কাজের কথা। এখন প্রযোজকের ঘোষণার জন্য অপেক্ষা করছি। তার আগে আমি বেশিকিছু বলতে চাই না।’

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

শাকিব খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন সাবিলা নূর!

আপডেটঃ ০৩:২২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪

দেশের প্রেক্ষাগৃহে চলছে শাকিবের ‘তুফান’ সিনেমা। সিনেপ্লেক্সে কিছুটা দর্শক হলেও সিঙ্গেল স্ক্রিনে যেন অসহায় এক শাকিব খান। হলমালিকরাও বেশ দুশ্চিন্তায় আছেন আর্থিক লোকসান নিয়ে। দর্শক খরায় দিশেহারা তারা।

 

এদিকে এ সিনেমা নিয়ে নতুন এক তথ্য জন্ম দিলো রহস্যের। অভিযোগে জর্জরিত শাকিবের এ ‘তুফান’ সিনেমায় বাংলাদেশের নাবিলা ও ভারতের মিমিকে দেখা যায়। তবে তার আগেই ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরকে প্রস্তাব করা হয় শাকিবের জন্য। কিন্তু তা ফিরে দেন এ অভিনেত্রী।

 

রাজি হননি তুফান সিনেমায় কাজ করতে। পরিচালক প্রযোজকের স্বঘোষিত দেশের একমাত্র মেগাস্টারকে কেন ফিরিয়ে দিলেন সাবিলা! যেখানে শাকিবের সঙ্গে সিনেমা করতে নায়িকারা উদগ্রীব, সেখানে এ প্রত্যাখ্যান প্রশ্নের জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে কিছু বলতে নারাজ এ অভিনেত্রী। খুব বুদ্ধিমত্তার সঙ্গে এড়িয়ে গেছেন তুফান প্রসঙ্গ।

 

সাবিলা বলেন, ‘তুফান নিয়ে এখন আসলে বেশিকিছু বলতে চাই না। সবাই বলছে সিনেমাটি নাকি ভালো চলছে। তাই অতীতের কথা আর সামনে নিয়ে আসতে চাই না। আমি প্রস্তাবে রাজি হইনি কেন সেটা আমাদের মধ্যেই থাকুক। যারা কাজ করেছেন তারা প্রত্যেকে এত চমৎকার অভিনয় করেছেন, সবার জন্য শুভ কামনা।’

 

তবে তুফানকে ফিরিয়ে দিলেও শিগগিরই অন্য কাউকে সঙ্গী করে বড় পর্দায় আসবেন সাবিলা এমন ইঙ্গিত দিয়েছেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘বড়পর্দার প্রিপারেশন তো অনেক বড় পরিসরে নিতে হয়। এত বিশাল একটা ক্যানভাসে কাজ করব, ফলে নিজেকে আরও ভিন্নভাবে প্রেজেন্ট করতে চাইব। ওটিটিতে কাজের সময়েও আমি বলেছিলাম, নাটকে যেভাবে আমাকে দেখেছেন দর্শক, সেভাবে হাজির হতে চাই না। সিনেমার ক্ষেত্রেও একই কথা বলতে চাই।

 

নাটক এবং ওটিটিতে আমাকে যেভাবে দেখা গেছে, সেভাবে সিনেমাতেও দেখা যাক তা চাই না। সেরকম গল্প, চরিত্র এবং পরিচালকের জন্য অপেক্ষা করেছি এতদিন, এখন অনেকখানি এগিয়েছে কাজের কথা। এখন প্রযোজকের ঘোষণার জন্য অপেক্ষা করছি। তার আগে আমি বেশিকিছু বলতে চাই না।’