ঢাকা , শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিকদের নিরাপত্তাহীনতায় বিজেসির উদ্বেগ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • / ৫১৪ বার পঠিত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাংবাদিকদের নিরাপত্তাহীনতায় উদ্বেগ প্রকাশ করেছে জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।

 

আজ বুধবার (০৭ আগস্ট) সংগঠনটির এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ কর হয়।

 

এতে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শত শত মানুষের প্রাণহানিসহ অনেক আত্মত্যাগের মাধ্যমে দেশে ক্ষমতার পরিবর্তন ঘটেছে। দেশের সাংবাদিক সমাজ, বিশেষ করে সম্প্রচার মাধ্যমের রিপোর্টার ও ক্যামেরাম্যানরা জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলনকে মানুষের কাছে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন।

 

তবে অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করা গেছে যে, মাঠে কাজ করতে গিয়ে আমাদের সহকর্মীরা আক্রমণের শিকার হয়েছেন। টেলিভিশন চ্যানেলগুলোর অনেক গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ছাত্র-জনতার বিজয়ের খবর লাইভ সম্প্রচারের সময়ই ৮টি চ্যানেলে হামলা হয়েছে, এমনকি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সম্প্রচার সামগ্রী লুট করা হয়েছে। ফলে বেশ কয়েকটি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে গেছে।

 

এসব চ্যানেলের অসংখ্য কর্মীর জীবন এখন চরম অনিশ্চিত। অথচ তাদের সঙ্গে চ্যানেলের মালিকানা, নীতি নির্ধারণ এবং রাজনীতির কোনো সম্পর্ক নেই। অন্যান্য চ্যানেলের সাংবাদিকদের অনেকেও এখনও নানা ধরনের হুমকির মুখে রয়েছেন। যারা দিনরাত পরিশ্রম করে মানুষের কাছে তথ্য পৌঁছে দিলেন তারাই আজ হিংস্রতার শিকার। তাই বিজেসি তাদের পাশে থাকার এবং ক্ষতি কাটিয়ে উঠতে যথাসাধ্য প্রচেষ্টার অঙ্গীকার করছে।

 

অনাকাঙ্ক্ষিত এসব ঘটনা প্রতিরোধ এবং প্রয়োজনে সংস্কারমূলক ব্যবস্থা নিয়ে হলেও বন্ধ চ্যানেলগুলো চালুর পরিবেশ তৈরি করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় বিজেসি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

সাংবাদিকদের নিরাপত্তাহীনতায় বিজেসির উদ্বেগ

আপডেটঃ ০১:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাংবাদিকদের নিরাপত্তাহীনতায় উদ্বেগ প্রকাশ করেছে জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।

 

আজ বুধবার (০৭ আগস্ট) সংগঠনটির এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ কর হয়।

 

এতে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শত শত মানুষের প্রাণহানিসহ অনেক আত্মত্যাগের মাধ্যমে দেশে ক্ষমতার পরিবর্তন ঘটেছে। দেশের সাংবাদিক সমাজ, বিশেষ করে সম্প্রচার মাধ্যমের রিপোর্টার ও ক্যামেরাম্যানরা জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলনকে মানুষের কাছে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন।

 

তবে অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করা গেছে যে, মাঠে কাজ করতে গিয়ে আমাদের সহকর্মীরা আক্রমণের শিকার হয়েছেন। টেলিভিশন চ্যানেলগুলোর অনেক গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ছাত্র-জনতার বিজয়ের খবর লাইভ সম্প্রচারের সময়ই ৮টি চ্যানেলে হামলা হয়েছে, এমনকি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সম্প্রচার সামগ্রী লুট করা হয়েছে। ফলে বেশ কয়েকটি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে গেছে।

 

এসব চ্যানেলের অসংখ্য কর্মীর জীবন এখন চরম অনিশ্চিত। অথচ তাদের সঙ্গে চ্যানেলের মালিকানা, নীতি নির্ধারণ এবং রাজনীতির কোনো সম্পর্ক নেই। অন্যান্য চ্যানেলের সাংবাদিকদের অনেকেও এখনও নানা ধরনের হুমকির মুখে রয়েছেন। যারা দিনরাত পরিশ্রম করে মানুষের কাছে তথ্য পৌঁছে দিলেন তারাই আজ হিংস্রতার শিকার। তাই বিজেসি তাদের পাশে থাকার এবং ক্ষতি কাটিয়ে উঠতে যথাসাধ্য প্রচেষ্টার অঙ্গীকার করছে।

 

অনাকাঙ্ক্ষিত এসব ঘটনা প্রতিরোধ এবং প্রয়োজনে সংস্কারমূলক ব্যবস্থা নিয়ে হলেও বন্ধ চ্যানেলগুলো চালুর পরিবেশ তৈরি করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় বিজেসি।