ঢাকা , শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চোর সন্দেহে পিটিয়ে মারার ঘটনায় মামলা করেছে ঢাবি প্রশাসন

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:২৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • / ৫১৬ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে তোফাজ্জল নামে এক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলার আবেদন করে এজাহার দায়ের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করা হয়।

 

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার আমান উল্লাহ এ মামলার আবেদন করেন।

 

শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন এজাহার দিয়েছে, সে অনুযায়ী হত্যা মামলা করা হয়েছে। তবে আসামি অজ্ঞাতনামা।

 

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনা তদন্তে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।

 

কমিটির আহ্বায়ক করা হয়েছে ফজলুল হক হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আলমগীর কবিরকে।

 

আজ সন্ধ্যা ছয়টার মধ্যে এই কমিটিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। এ ঘটনার প্রত্যক্ষদর্শীদের কমিটির কাছে তথ্য দিয়ে সহায়তা করার নির্দেশ দেয়া হয়েছে।

 

থানার ওসি মনসুর জানান, ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে কিনা তদন্তের পরে বিষয়টি বোঝা যাবে। কারণ তখন তাকে নিয়ে হাসপাতালে চলে গেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। মোবাইল চোর সন্দেহে তাকে মারধর করা হয়।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

চোর সন্দেহে পিটিয়ে মারার ঘটনায় মামলা করেছে ঢাবি প্রশাসন

আপডেটঃ ০৫:২৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে তোফাজ্জল নামে এক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলার আবেদন করে এজাহার দায়ের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করা হয়।

 

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার আমান উল্লাহ এ মামলার আবেদন করেন।

 

শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন এজাহার দিয়েছে, সে অনুযায়ী হত্যা মামলা করা হয়েছে। তবে আসামি অজ্ঞাতনামা।

 

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনা তদন্তে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।

 

কমিটির আহ্বায়ক করা হয়েছে ফজলুল হক হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আলমগীর কবিরকে।

 

আজ সন্ধ্যা ছয়টার মধ্যে এই কমিটিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। এ ঘটনার প্রত্যক্ষদর্শীদের কমিটির কাছে তথ্য দিয়ে সহায়তা করার নির্দেশ দেয়া হয়েছে।

 

থানার ওসি মনসুর জানান, ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে কিনা তদন্তের পরে বিষয়টি বোঝা যাবে। কারণ তখন তাকে নিয়ে হাসপাতালে চলে গেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। মোবাইল চোর সন্দেহে তাকে মারধর করা হয়।