ঢাকা , শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে আইনজীবী নিহতের ঘটনায় আটক ২৭

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৫৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • / ৫১২ বার পঠিত

চট্টগ্রামে আইনজীবী নিহতের ঘটনায় ২৭ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও যৌথবাহিনী তাদের আটক করেছে। এ ঘটনায় নগরের কোতোয়ালী থানায় দুইটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে এই তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফজলুল কাদের।

 

এছাড়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নাকচ হওয়াকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম কোতোয়ালি থানায় এখন পর্যন্ত চারটি মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে পুলিশের ওপর হামলায় তিনটি এবং একটি হত্যা মামলা।

 

তিনি জানান, গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মাথার পট্টি, আন্দরকিল্লা, হাজারি গলি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। তবে তাদের ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানান নাই।

 

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন জানান, সকাল সাড়ে আটটায় নিহত আইনজীবী সাইফুলের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর সকাল ১০টায় আদালত প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজ অনুষ্ঠিত হবে। পরে বেলা ১১ টায় নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে দ্বিতীয় দফা এবং বাদ আসর গ্রামের বাড়ি লোহাগাড়ায় তৃতীয় দফা জানাজা অনুষ্ঠিত হবে।

 

এদিকে আজ বুধবার ((২৭ নভেম্বর)) চট্টগ্রাম আদালতে চিন্ময়ের জামিন শুনানির কথা থাকলেও সাইফুল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আদালত বর্জনের ডাক দিয়েছে জেলা আইনজীবী সমিতি। শেষ খবর পাওয়া পর্যন্ত সাইফুলের মরদেহ আদালত প্রাঙ্গণে আনা হয়েছে।

 

চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এই হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

চট্টগ্রামে আইনজীবী নিহতের ঘটনায় আটক ২৭

আপডেটঃ ১২:৫৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে আইনজীবী নিহতের ঘটনায় ২৭ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও যৌথবাহিনী তাদের আটক করেছে। এ ঘটনায় নগরের কোতোয়ালী থানায় দুইটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে এই তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফজলুল কাদের।

 

এছাড়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নাকচ হওয়াকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম কোতোয়ালি থানায় এখন পর্যন্ত চারটি মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে পুলিশের ওপর হামলায় তিনটি এবং একটি হত্যা মামলা।

 

তিনি জানান, গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মাথার পট্টি, আন্দরকিল্লা, হাজারি গলি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। তবে তাদের ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানান নাই।

 

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন জানান, সকাল সাড়ে আটটায় নিহত আইনজীবী সাইফুলের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর সকাল ১০টায় আদালত প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজ অনুষ্ঠিত হবে। পরে বেলা ১১ টায় নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে দ্বিতীয় দফা এবং বাদ আসর গ্রামের বাড়ি লোহাগাড়ায় তৃতীয় দফা জানাজা অনুষ্ঠিত হবে।

 

এদিকে আজ বুধবার ((২৭ নভেম্বর)) চট্টগ্রাম আদালতে চিন্ময়ের জামিন শুনানির কথা থাকলেও সাইফুল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আদালত বর্জনের ডাক দিয়েছে জেলা আইনজীবী সমিতি। শেষ খবর পাওয়া পর্যন্ত সাইফুলের মরদেহ আদালত প্রাঙ্গণে আনা হয়েছে।

 

চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এই হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন।