দূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর
- আপডেটঃ ১১:৪৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- / ৫১৭ বার পঠিত
ঢাকার বাতাসের মানে উন্নতি হচ্ছে না। এ পরিস্থিতি থেকে আজ বের হতে পারেনি অস্বাস্থ্যকরের মানদণ্ডে ঘুরপাক খাওয়া এ রাজধানী শহর। দূষিত বাতাসের শহরের তালিকায় এদিন সকালে ঢাকার অবস্থান ষষ্ঠ। এ সময় ৪২৪ স্কোর নিয়ে দূষণের শীর্ষে আছে ভারতের দিল্লি।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সকাল সোয়া ৮টার সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার জানান ঢাকার স্কোর ১৬৩। যদিও গত এক সপ্তাহ ধরে বাতাসের মানে কোন উন্নতি চোখে পড়ছে না। কিন্তু এটিকে বাতাসের সহনীয় মান বলে প্রতীয়মান হচ্ছে না।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
ঢাকার আজকের বায়ু যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকা ও আশপাশের যে তিন অঞ্চলের দূষণ পরিস্থিতি অপেক্ষাকৃত বেশি খারাপ, সেগুলোর মধ্যে আছে ঢাকার মার্কিন দূতাবাসের এলাকা, সাভারের হেমায়েতপুর ও ইস্টার্ন হাইজিং–২।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ১৩ শতাংশ বেশি।
বায়ুদূষণের ক্ষতি থেকে সরক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। ধূলাবালি বেশি ঢুকলে অবশ্যই ঘরের জানালা বন্ধ রাখতে হবে।