ইসকন ইস্যুতে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই: হাইকোর্ট
- আপডেটঃ ০১:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- / ৫১০ বার পঠিত
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ (ইসকন) ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এসময় উচ্চ আদালত বলেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার, এনিয়ে আদালতের হস্তক্ষেপ করা উচিৎ হবে না।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন এ তথ্য জানান।
এর আগে রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় ৩ মামলায় এ পর্যন্ত ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।
এ সময় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) নিষেদ্ধে আবেদনকারী আইনজীবী মনির উদ্দিন আদালতের কাছে সংগঠনটির বিতর্কিত নানা কার্যক্রম তুলে ধরে জানান, বিশ্বের নানা দেশে ইসকন নিষিদ্ধ করা হয়েছে। সাইফুলকে নৃশংসভাবে হত্যার পর অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও দাবি তাঁর।
এর আগে, মঙ্গলবার (২৬ নভেম্বর) ইসকন ইস্যুতে সরকারের অবস্থান ও দেশের সার্বিক পরিস্থিতি আজ সকালের মধ্যে জানাতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেন হাইকোর্ট। এনিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে বলেন আদালত। এদিন সকালে একটি দৈনিক পত্রিকার খবর আদালতে উপস্থাপন করে আইনজীবী মনির ইসকন বিষয়ে নির্দেশনা চান।