ঢাকা , রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গিনিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক নিহত

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:৪০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / ৮১৩ বার পঠিত

ফুটবল মাঠে বিভিন্ন ধরণের রেকর্ডের সাক্ষী হয়ে থাকেন দর্শকরা। তবে এবার একটি হতাশাজনক ঘটনার সাক্ষী হয়েছে গিনির ফুটবল দর্শকরা। দেশটির ফুটবল ম্যাচে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১০০ জন সমর্থকের মৃত্যু হয়েছে।

 

আজ সোমবার (০২ ডিসেম্বর) এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এনজেরকোরে একটি ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে কয়েক ডজন লোক নিহত হয়েছে।

 

খেলা চলাকালীন রেফারির একটি সিদ্ধান্তকে ঘিরে সমর্থকরা মাঠে ঢুকে পড়ে এবং এরপরই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে তা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে। থানায় আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা।

 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে বলে স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে। দেশটির প্রধানমন্ত্রীর এক বিবৃতিকে তুলে ধরে সংবাদমাধ্যমটি জানায়, কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটেছে। তবে নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি কোনো সংবাদমাধ্যম।

 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়। যদিও এএফপি তাৎক্ষণিকভাবে ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি। এএফপি জানিয়েছে, সংঘর্ষে নিহতের সংখ্যা নির্দিষ্ট করে জানানো হচ্ছে না। তবে হাসপাতালের মর্গ মৃতদেহে ভরে গিয়েছে। হাসপাতালের মেঝেতে সারি সারি মরদেহ রাখা রয়েছে।

 

নাম প্রকাশ না করার শর্তে সেখানকার এক চিকিৎসক জানিয়েছেন, অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। অন্য একজন চিকিৎসক বলেন, সেখানে ‘বহু মানুষ মারা গেছেন’।

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত। এরপর দর্শকরা মাঠে প্রবেশ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

 

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘রেফারির সিদ্ধান্ত নিয়ে মাঠে ঝামেলা শুরু হয়। এরপর হঠাৎ করেই দর্শকরা আক্রমণাত্মক হয়ে ওঠে।’ উত্তেজিত জনতা পরে এনজেরেকোরে পুলিশ স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

গিনিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক নিহত

আপডেটঃ ০৪:৪০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

ফুটবল মাঠে বিভিন্ন ধরণের রেকর্ডের সাক্ষী হয়ে থাকেন দর্শকরা। তবে এবার একটি হতাশাজনক ঘটনার সাক্ষী হয়েছে গিনির ফুটবল দর্শকরা। দেশটির ফুটবল ম্যাচে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১০০ জন সমর্থকের মৃত্যু হয়েছে।

 

আজ সোমবার (০২ ডিসেম্বর) এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এনজেরকোরে একটি ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে কয়েক ডজন লোক নিহত হয়েছে।

 

খেলা চলাকালীন রেফারির একটি সিদ্ধান্তকে ঘিরে সমর্থকরা মাঠে ঢুকে পড়ে এবং এরপরই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে তা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে। থানায় আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা।

 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে বলে স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে। দেশটির প্রধানমন্ত্রীর এক বিবৃতিকে তুলে ধরে সংবাদমাধ্যমটি জানায়, কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটেছে। তবে নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি কোনো সংবাদমাধ্যম।

 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়। যদিও এএফপি তাৎক্ষণিকভাবে ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি। এএফপি জানিয়েছে, সংঘর্ষে নিহতের সংখ্যা নির্দিষ্ট করে জানানো হচ্ছে না। তবে হাসপাতালের মর্গ মৃতদেহে ভরে গিয়েছে। হাসপাতালের মেঝেতে সারি সারি মরদেহ রাখা রয়েছে।

 

নাম প্রকাশ না করার শর্তে সেখানকার এক চিকিৎসক জানিয়েছেন, অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। অন্য একজন চিকিৎসক বলেন, সেখানে ‘বহু মানুষ মারা গেছেন’।

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত। এরপর দর্শকরা মাঠে প্রবেশ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

 

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘রেফারির সিদ্ধান্ত নিয়ে মাঠে ঝামেলা শুরু হয়। এরপর হঠাৎ করেই দর্শকরা আক্রমণাত্মক হয়ে ওঠে।’ উত্তেজিত জনতা পরে এনজেরেকোরে পুলিশ স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।