ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জুবায়েরপন্থিদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • / ৫১৩ বার পঠিত

২০১৮ সালের টঙ্গীর বিশ্ব ইজতেমায় দুই পক্ষের সংঘর্ষে দুই মুসল্লি নিহত হওয়ার ঘটনায় সাদপন্থিদের বিচারের দাবিতে শুরায়ে নেজামের (জুবায়েরপন্থি) কয়েকশত মুসল্লি টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে।

 

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১টায় টঙ্গী স্টেশন রোডে মহাসড়ক অবরোধ করেন জুবায়েরপন্থিরা। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে বিকাল ২টায় অবরোধ প্রত্যাহার করে নেন তারা।

 

জানা যায়, ইজতেমা ময়দানে ভোর থেকেই জুবায়েরপন্থিরা শক্তি বৃদ্ধি করে। এরপর তারা মহাসড়ক অবরোধ করে। টঙ্গী ইজতেমা ময়দানের তিন পাশে সড়কে মুসল্লিরা অবস্থান নেয়।

 

বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে সাদপন্থিদের জোড় ইজতেমা আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু ৩ ডিসেম্বর সমাপ্ত হওয়া শুরায়ে নেজামের জোড় ইজতেমার পর থেকে মাঠের নিয়ন্ত্রণে থেকে তাদের অবস্থান আরও শক্তিশালী করেছে জুবায়েরপন্থিরা।

 

তারা বলছেন, শুরায়ে নেজাম ৪ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান ছাড়বেন। এই অবস্থায় সাদপন্থিরা ময়দান না পাওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আর শৃংখলা নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টাই পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।

 

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ ছিল।

 

প্রসঙ্গত, ২০২৫ সালে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার উপলক্ষে বিবাদমান দুই আয়োজক গ্রুপের মধ্যে বিরোধ এখনো নিস্পত্তি হয়নি। ইতোমধ্যে শুরায়ে নেজাম তাদের জোড় ইজতেমা সম্পন্ন করেছে। আগামী ২০ ডিসেম্বর সাদপন্থিদের জোড় ইজতেমা শুরু হওয়ার কথা রয়েছে। এই অবস্থায় জুবায়েরপন্থিরা ময়দান না ছাড়ায় সাদপন্থিরা ময়দানে আসতে পারছে না। এমন সময় জুবায়েরপন্থিরা মহাসড়ক অবরোধ করল।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

জুবায়েরপন্থিদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আপডেটঃ ০৫:০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

২০১৮ সালের টঙ্গীর বিশ্ব ইজতেমায় দুই পক্ষের সংঘর্ষে দুই মুসল্লি নিহত হওয়ার ঘটনায় সাদপন্থিদের বিচারের দাবিতে শুরায়ে নেজামের (জুবায়েরপন্থি) কয়েকশত মুসল্লি টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে।

 

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১টায় টঙ্গী স্টেশন রোডে মহাসড়ক অবরোধ করেন জুবায়েরপন্থিরা। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে বিকাল ২টায় অবরোধ প্রত্যাহার করে নেন তারা।

 

জানা যায়, ইজতেমা ময়দানে ভোর থেকেই জুবায়েরপন্থিরা শক্তি বৃদ্ধি করে। এরপর তারা মহাসড়ক অবরোধ করে। টঙ্গী ইজতেমা ময়দানের তিন পাশে সড়কে মুসল্লিরা অবস্থান নেয়।

 

বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে সাদপন্থিদের জোড় ইজতেমা আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু ৩ ডিসেম্বর সমাপ্ত হওয়া শুরায়ে নেজামের জোড় ইজতেমার পর থেকে মাঠের নিয়ন্ত্রণে থেকে তাদের অবস্থান আরও শক্তিশালী করেছে জুবায়েরপন্থিরা।

 

তারা বলছেন, শুরায়ে নেজাম ৪ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান ছাড়বেন। এই অবস্থায় সাদপন্থিরা ময়দান না পাওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আর শৃংখলা নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টাই পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।

 

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ ছিল।

 

প্রসঙ্গত, ২০২৫ সালে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার উপলক্ষে বিবাদমান দুই আয়োজক গ্রুপের মধ্যে বিরোধ এখনো নিস্পত্তি হয়নি। ইতোমধ্যে শুরায়ে নেজাম তাদের জোড় ইজতেমা সম্পন্ন করেছে। আগামী ২০ ডিসেম্বর সাদপন্থিদের জোড় ইজতেমা শুরু হওয়ার কথা রয়েছে। এই অবস্থায় জুবায়েরপন্থিরা ময়দান না ছাড়ায় সাদপন্থিরা ময়দানে আসতে পারছে না। এমন সময় জুবায়েরপন্থিরা মহাসড়ক অবরোধ করল।