ঢাকা , বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে আতশবাজি ও পটকা পোড়াতে গিয়ে শিশুসহ দগ্ধ ৫

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • / ৫৩০ বার পঠিত

ইংরেজি নববর্ষ উদযাপনে বছরের শেষ রাতকে স্মরণীয় করতে আনন্দে মাতোয়ারা ছিলো রাজধানীর মানুষ। সরকারের তরফে ছিলো বিধি-নিষেধ। তারপরও ২০২৫ -এর শুরুতে রাতের আকাশে ছিলো রঙিন আতশবাজি। তবে এই আনন্দের মাঝেও ছিলো শব্দ দুষণ আর কিছু দুর্ঘটনা। আতশবাজি পোড়াতে গিয়ে পৃথক ঘটনায় শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

 

আজ বুধবার (০১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

 

দগ্ধরা হলেন– ফারহান (৮), সিফান মল্লিক (১২), সুমাত(২০), সেন্টু (৪৫) ও তফসির (৩)।

 

ডা. শাওন বিন রহমান জানান, নববর্ষে আতশবাজি পোড়াতে গিয়ে শিশুসহ পাঁচজন দগ্ধ হলে তাদের বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে ফারহান ১৫ শতাংশ,সিফান মল্লিকের ১ শতাংশ,সুমাতের ১ শতাংশ, সেন্টুর ২ শতাংশ ও তফসিরের ২ শতাংশ দগ্ধ হয়েছে।

 

তিনি আরও জানান, দগ্ধের পরিমাণ বেশি থাকায় ফারহানকে ভর্তি দেওয়া হয়েছে। অন্যদের দগ্ধের পরিমান কম থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, গত কয়েক বছরের মতো এবারও থার্টি ফার্স্ট নাইট উদযাপন ও খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে ২০২৫ বরণ উপলক্ষে আতশবাজি পোড়ানো, পটক ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দেওয়া হয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাজধানীর বিভিন্ন এলাকায় আয়োজন করা হয় এ উপলক্ষে নানা কর্মসূচি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

রাজধানীতে আতশবাজি ও পটকা পোড়াতে গিয়ে শিশুসহ দগ্ধ ৫

আপডেটঃ ০২:০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

ইংরেজি নববর্ষ উদযাপনে বছরের শেষ রাতকে স্মরণীয় করতে আনন্দে মাতোয়ারা ছিলো রাজধানীর মানুষ। সরকারের তরফে ছিলো বিধি-নিষেধ। তারপরও ২০২৫ -এর শুরুতে রাতের আকাশে ছিলো রঙিন আতশবাজি। তবে এই আনন্দের মাঝেও ছিলো শব্দ দুষণ আর কিছু দুর্ঘটনা। আতশবাজি পোড়াতে গিয়ে পৃথক ঘটনায় শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

 

আজ বুধবার (০১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

 

দগ্ধরা হলেন– ফারহান (৮), সিফান মল্লিক (১২), সুমাত(২০), সেন্টু (৪৫) ও তফসির (৩)।

 

ডা. শাওন বিন রহমান জানান, নববর্ষে আতশবাজি পোড়াতে গিয়ে শিশুসহ পাঁচজন দগ্ধ হলে তাদের বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে ফারহান ১৫ শতাংশ,সিফান মল্লিকের ১ শতাংশ,সুমাতের ১ শতাংশ, সেন্টুর ২ শতাংশ ও তফসিরের ২ শতাংশ দগ্ধ হয়েছে।

 

তিনি আরও জানান, দগ্ধের পরিমাণ বেশি থাকায় ফারহানকে ভর্তি দেওয়া হয়েছে। অন্যদের দগ্ধের পরিমান কম থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, গত কয়েক বছরের মতো এবারও থার্টি ফার্স্ট নাইট উদযাপন ও খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে ২০২৫ বরণ উপলক্ষে আতশবাজি পোড়ানো, পটক ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দেওয়া হয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাজধানীর বিভিন্ন এলাকায় আয়োজন করা হয় এ উপলক্ষে নানা কর্মসূচি।