বিদেশে চিকিৎসার জন্য জুলাই বিপ্লবে আহতদের অর্থছাড়ের সীমা শিথিল

- আপডেটঃ ০৪:৫৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
- / ৫২৬ বার পঠিত
জুলাই বিপ্লবের সময় আহত ব্যক্তিদের বিদেশে চিকিৎসার জন্য অর্থ ছাড়ের সীমা শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। বিদেশে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া একজন ভ্রমণকারীর জন্য ব্যাংক সর্বোচ্চ ১০ হাজার ডলার ছাড় করতে পারলেও ছাত্র–জনতার গণ–আন্দোলনে আহতদের জন্য এই সীমা শিথিল থাকবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক থেকে জারিকৃত এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গণ-আন্দোলনে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য প্রাক্কলন অনুযায়ী বিদেশি মুদ্রা ছাড় করা যাবে। ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি আন্তর্জাতিক কার্ডের ক্ষেত্রেও এ নির্দেশনা প্রযোজ্য হবে। ২০১৮ সালের বিদেশী মুদ্রা লেনদেন গাইডলাইন অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য সর্বোচ্চ ১০ হাজার ডলার বা তার সমপরিমাণ বিদেশি মুদ্রা ছাড় করতে পারেন অনুমোদিত ডিলাররা।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের কপি দেশের বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদনপ্রাপ্ত সব ডিলার ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, জুলাই গণ-আন্দোলনের সময় দেড় হাজারের বেশি মৃত্যুর পাশাপাশি অন্তত ২০ হাজার মানুষ আহত হয়েছে। গুরুতর আহতদের অনেকের উন্নত চিকিৎসা প্রয়োজন। এ ধরনের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় ১০ হাজার ডলারের সীমা শিথিল করা হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী ১০ হাজার ডলার প্রায় ১২ লাখ টাকার সমান।