তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
																
								
							
                                - আপডেটঃ ১২:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
 - / ৭৮২ বার পঠিত
 
কুয়াশার দাপটে ফের বেড়েছে শীতের অনুভূতি। খানিকটা বেলা করে সূর্য উঁকি দিলেও শীত নিবারণে সূর্যের আলো তেমন কাজে আসছে না। এই অবস্থার মধ্যেই ঢাকাসহ দেশের বেশকিছু অঞ্চলে দু’দিন ঝরতে পারে বৃষ্টি। তবে এই সময়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়েছে, আজ দিনের তাপমাত্রা বাড়তে পারে। এছাড়া আকাশ অস্থায়ীভাবে আংশিকভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া থাকবে শুষ্ক।
আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৮৯ শতাংশ। সেই সঙ্গে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আজ সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগসহ কুমিল্লা অঞ্চলের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
 
																		









