ঢাকা , বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আখেরি মোনাজাতে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৩৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৫০৯ বার পঠিত

টঙ্গীর তুরাগ নদীর তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়েছে। মোনাজাতে বিশ্বের মুসলিমদের মধ্যে ঐক্য, শান্তি, কল্যাণ কামনা করা হয়েছে।

 

আজ রোববার (০২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১২ মিনিট থেকে শুরু হওয়া এই মোনাজাতে লাখো মুসল্লি অংশ নেন। দেশ-বিদেশ থেকে আসা মুসল্লিরা এসময় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা ও কল্যাণ কামনা করেন।মোনাজাত শেষ হয় সাড়ে ৯টার দিকে।

 

এর আগে, ফজরের নামাজের পর দিনের ইবাদত শুরু হয় ভারতের মাওলানা আবদুর রহমানের হেদায়েতী বয়ানের মধ্য দিয়ে।

 

আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহের ভেতরের বিভেদ দূর করতে আল্লাহর সাহায্য কামনা করা হয়। ইমান হারাদের হেদায়েত কামনা করে হানাহানিমুক্ত সমাজ রাষ্ট্র নির্মাণে আল্লাহর কাছে দোয়া করা হয়।

 

মোনাজাতে দ্বীনি শিক্ষা অর্জন করে নিজের আত্মশুদ্ধি কামনা করে পরকালীন মুক্তি চান মুসল্লিরা।

 

মোনাজাতের সময় গোটা ইজতেমা ময়দান যেন এক পুণ্যময় ভূমিতে পরিণত হয়। এ সময় মোনাজাতে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।

 

ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের প্রথম ধাপের এখানেই সমাপ্তি হয়েছে। এখন সবাই যে যার মত সুশৃঙ্খলভাবে চলে যাচ্ছে। মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, দাওয়াতি কাজে বরকত, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, হিংসা-বিদ্বেষ ছড়িয়ে না পড়া, দেশের জন্য সু শান্তি কামনা করে আল্লাহ তায়ালার কাছে ফরিয়াদ করা হয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

আখেরি মোনাজাতে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ

আপডেটঃ ১২:৩৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

টঙ্গীর তুরাগ নদীর তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়েছে। মোনাজাতে বিশ্বের মুসলিমদের মধ্যে ঐক্য, শান্তি, কল্যাণ কামনা করা হয়েছে।

 

আজ রোববার (০২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১২ মিনিট থেকে শুরু হওয়া এই মোনাজাতে লাখো মুসল্লি অংশ নেন। দেশ-বিদেশ থেকে আসা মুসল্লিরা এসময় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা ও কল্যাণ কামনা করেন।মোনাজাত শেষ হয় সাড়ে ৯টার দিকে।

 

এর আগে, ফজরের নামাজের পর দিনের ইবাদত শুরু হয় ভারতের মাওলানা আবদুর রহমানের হেদায়েতী বয়ানের মধ্য দিয়ে।

 

আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহের ভেতরের বিভেদ দূর করতে আল্লাহর সাহায্য কামনা করা হয়। ইমান হারাদের হেদায়েত কামনা করে হানাহানিমুক্ত সমাজ রাষ্ট্র নির্মাণে আল্লাহর কাছে দোয়া করা হয়।

 

মোনাজাতে দ্বীনি শিক্ষা অর্জন করে নিজের আত্মশুদ্ধি কামনা করে পরকালীন মুক্তি চান মুসল্লিরা।

 

মোনাজাতের সময় গোটা ইজতেমা ময়দান যেন এক পুণ্যময় ভূমিতে পরিণত হয়। এ সময় মোনাজাতে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।

 

ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের প্রথম ধাপের এখানেই সমাপ্তি হয়েছে। এখন সবাই যে যার মত সুশৃঙ্খলভাবে চলে যাচ্ছে। মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, দাওয়াতি কাজে বরকত, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, হিংসা-বিদ্বেষ ছড়িয়ে না পড়া, দেশের জন্য সু শান্তি কামনা করে আল্লাহ তায়ালার কাছে ফরিয়াদ করা হয়েছে।