ঢাকা , শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট, গাজীপুরে আ.লীগের ৪০ নেতাকর্মী আটক

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:০১:১১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৮৭৫ বার পঠিত

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুরসহ সারা দেশে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’। এরই মধ্যে গাজীপুর থেকে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীসহ ৮২ জনকে আটক করা হয়েছে যৌথ বাহিনীর বিশেষ এ অভিযানে।

 

আজ রোববার (০৯ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৯টার দিকে গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, জেলার বিভিন্ন থানা এলাকায় এখনও অভিযান চলমান রয়েছে। গতকাল থেকে শুরু হওয়া অপারেশনে সকাল ৯টা পর্যন্ত গাজীপুর জেলার পাঁচটি থানায় ৪০ জন এবং মহানগরের ৮টি থানায় ৪২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের লোকজন।

 

তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর এই অপারেশন পরিচালনা করে।

 

গাজীপুর মহানগরের ৮টি থানায় মোট ৪২ জনের মধ্যে, পূবাইল থানায় ২জন, মেট্রো সদর থানায় ১৬জন, বাসন থানায় ৭ জন, টঙ্গী পূর্ব থানায় ৭ জন, গাছা থানায় ৫ জন, কোনাবাড়ি থানায় ২ জন ও কাশিমপুর থানায় ৩ জনকে আটক করা হয়েছে।

 

গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান জানান, গাজীপুর মহানগর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করছে মেট্রোপলিটন পুলিশ। এই অভিযান চলমান রয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

অপারেশন ডেভিল হান্ট, গাজীপুরে আ.লীগের ৪০ নেতাকর্মী আটক

আপডেটঃ ০৪:০১:১১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুরসহ সারা দেশে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’। এরই মধ্যে গাজীপুর থেকে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীসহ ৮২ জনকে আটক করা হয়েছে যৌথ বাহিনীর বিশেষ এ অভিযানে।

 

আজ রোববার (০৯ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৯টার দিকে গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, জেলার বিভিন্ন থানা এলাকায় এখনও অভিযান চলমান রয়েছে। গতকাল থেকে শুরু হওয়া অপারেশনে সকাল ৯টা পর্যন্ত গাজীপুর জেলার পাঁচটি থানায় ৪০ জন এবং মহানগরের ৮টি থানায় ৪২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের লোকজন।

 

তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর এই অপারেশন পরিচালনা করে।

 

গাজীপুর মহানগরের ৮টি থানায় মোট ৪২ জনের মধ্যে, পূবাইল থানায় ২জন, মেট্রো সদর থানায় ১৬জন, বাসন থানায় ৭ জন, টঙ্গী পূর্ব থানায় ৭ জন, গাছা থানায় ৫ জন, কোনাবাড়ি থানায় ২ জন ও কাশিমপুর থানায় ৩ জনকে আটক করা হয়েছে।

 

গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান জানান, গাজীপুর মহানগর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করছে মেট্রোপলিটন পুলিশ। এই অভিযান চলমান রয়েছে।