সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব
- আপডেটঃ ১২:০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / ৭৯৬ বার পঠিত
চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
আজ রোববার (১৬ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
বিমানবন্দরে তাঁকে বিদায় জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এরআগে, গত বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকায় পৌঁছান আন্তোনিও গুতেরেস। সফরে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বিএনপি, জামায়াতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
গত শুক্রবার (১৪ মার্চ) প্রধান উপদেষ্টার সঙ্গে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারেও যোগ দেন।
গতকাল শনিবার (১৫ মার্চ) গুলশানে নবনির্মিত জাতিসংঘ ভবনে যান। পরে বিকেলে যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময় পার করছে। দ্রুতই একটি সফল গণতান্ত্রিক পরিবেশে পৌঁছানোর আশা রয়েছে।
রোহিঙ্গা প্রসঙ্গে আন্তোনিও গুতেরেস বলেন, রাখাইনে চলমান পরিস্থিতির কারণে এ মূর্হতে শান্তিপূর্ণ প্রত্যাবাসন কঠিন। প্রতিবেশী দেশগুলোকে মিয়নামারের ওপর চাপ বাড়াতে হবে।










