তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
																
								
							
                                - আপডেটঃ ১১:২৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
 - / ৮১৫ বার পঠিত
 
চৈত্রের ক্ষণস্থায়ী বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি নেমে এলেও এখনো দাপটে রয়েছে ভ্যাপসা গরমের অনুভূতি। এই অবস্থার মধ্যে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এ অবস্থায় গতকাল শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়োহাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বজ্র বৃষ্টি হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আজ রোববার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এ ছাড়া আগামীকাল সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সিলেট বিভাগের দু-এক জায়গায় চমকানোসহ বৃষ্টি হতে পারে।
বর্ধিত ৫ (পাঁচ) দিনে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়।
 
																		









