ঢাকা , রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় নিহত আরও ২৬ ফিলিস্তিনি, জাতিসংঘের ছয়টি স্কুল বন্ধ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৫১:১১ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / ৭৮৩ বার পঠিত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ। নিহতদের মধ্যে একই পরিবারের ৬ সদস্য রয়েছেন। এছাড়া পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ ও মানব উন্নয়নে সহায়তার সঙ্গে সম্পর্কিত ছয়টি স্কুল বন্ধ করে দিয়েছে ইসরাইল।

 

গতকাল মঙ্গলবার (০৮ এপ্রিল) ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এদিকে, গাজায় ইসরাইলের হামলায় আরও ২৬ জন নিহত হয়েছেন।

 

ইউএনআরডব্লিউএ কর্মকর্তা ফিলিপ লাজ্জারিনি সামাজিকমাধ্যম এক্সে জানান, মঙ্গলবার সকালে ইসরাইলি নিরাপত্তা বাহিনী এবং ইসরাইলের অন্যান্য কর্মকর্তারা পূর্ব জেরুজালেমের ছয়টি ইউএনআরডব্লিউএ স্কুলে জোরপূর্বক প্রবেশ করেন। তারা ৩০ দিনের মধ্যে স্কুলগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছেন।’

 

লাজ্জারিনি বলেন, এই নির্দেশের মাধ্যমে প্রায় ৮০০ ছেলে-মেয়ে সরাসরি প্রভাবিত হবে এবং এই বছর তাদের স্কুল শেষ করতে না পারার আশংকাও রয়েছে।

 

এদিকে এক বিবৃতিতে, জেরুজালেম গভর্নরেট এই তথ্য নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, ইসরাইলি বাহিনী পূর্ব জেরুজালেমের জাতিসংঘের শরণার্থী সংস্থা পরিচালিত স্কুলগুলোতে আসেন এবং ০৮ মে থেকে স্কুল বন্ধ রাখার জন্য একটি সামরিক আদেশ জারি করেন।

 

এই আদেশ অনুসারে, ০৮ মের পর অধ্যক্ষ, শিক্ষক এবং অন্যান্য কর্মীসহ কাউকে স্কুল ভবনে প্রবেশ করতে দেয়া হবে না। এই আদেশ লঙ্ঘন করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে বলেও আদেশে বলা হয়েছে। এ বিষয়ে ইসরাইল স্কুল খোলার লাইসেন্স না থাকার কারণ উল্লেখ করেছে এবং কতদিন স্কুলটি বন্ধ থাকবে তা নির্দিষ্ট করেনি।

 

এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় আরও ২৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর থেকে বুধবার ভোর পর্যন্ত চালানো হামলায় ২৬ জন নিহত হন।

 

এ নিয়ে গাজা যুদ্ধ শুরুর সময় থেকে এখন পর্যন্ত ইসরাইলের হামলায় কমপক্ষে ৫০ হাজার ৮১০ ফিলিস্তিনি নিহত এবং এক লাখেরও বেশি আহত হয়েছেন বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

গাজায় নিহত আরও ২৬ ফিলিস্তিনি, জাতিসংঘের ছয়টি স্কুল বন্ধ

আপডেটঃ ০৫:৫১:১১ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ। নিহতদের মধ্যে একই পরিবারের ৬ সদস্য রয়েছেন। এছাড়া পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ ও মানব উন্নয়নে সহায়তার সঙ্গে সম্পর্কিত ছয়টি স্কুল বন্ধ করে দিয়েছে ইসরাইল।

 

গতকাল মঙ্গলবার (০৮ এপ্রিল) ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এদিকে, গাজায় ইসরাইলের হামলায় আরও ২৬ জন নিহত হয়েছেন।

 

ইউএনআরডব্লিউএ কর্মকর্তা ফিলিপ লাজ্জারিনি সামাজিকমাধ্যম এক্সে জানান, মঙ্গলবার সকালে ইসরাইলি নিরাপত্তা বাহিনী এবং ইসরাইলের অন্যান্য কর্মকর্তারা পূর্ব জেরুজালেমের ছয়টি ইউএনআরডব্লিউএ স্কুলে জোরপূর্বক প্রবেশ করেন। তারা ৩০ দিনের মধ্যে স্কুলগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছেন।’

 

লাজ্জারিনি বলেন, এই নির্দেশের মাধ্যমে প্রায় ৮০০ ছেলে-মেয়ে সরাসরি প্রভাবিত হবে এবং এই বছর তাদের স্কুল শেষ করতে না পারার আশংকাও রয়েছে।

 

এদিকে এক বিবৃতিতে, জেরুজালেম গভর্নরেট এই তথ্য নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, ইসরাইলি বাহিনী পূর্ব জেরুজালেমের জাতিসংঘের শরণার্থী সংস্থা পরিচালিত স্কুলগুলোতে আসেন এবং ০৮ মে থেকে স্কুল বন্ধ রাখার জন্য একটি সামরিক আদেশ জারি করেন।

 

এই আদেশ অনুসারে, ০৮ মের পর অধ্যক্ষ, শিক্ষক এবং অন্যান্য কর্মীসহ কাউকে স্কুল ভবনে প্রবেশ করতে দেয়া হবে না। এই আদেশ লঙ্ঘন করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে বলেও আদেশে বলা হয়েছে। এ বিষয়ে ইসরাইল স্কুল খোলার লাইসেন্স না থাকার কারণ উল্লেখ করেছে এবং কতদিন স্কুলটি বন্ধ থাকবে তা নির্দিষ্ট করেনি।

 

এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় আরও ২৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর থেকে বুধবার ভোর পর্যন্ত চালানো হামলায় ২৬ জন নিহত হন।

 

এ নিয়ে গাজা যুদ্ধ শুরুর সময় থেকে এখন পর্যন্ত ইসরাইলের হামলায় কমপক্ষে ৫০ হাজার ৮১০ ফিলিস্তিনি নিহত এবং এক লাখেরও বেশি আহত হয়েছেন বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।