ঢাকা , বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যৌন নির্যাতনের অভিযোগে বাবাকে কুপিয়ে হত্যার পর মেয়ের আত্মসমর্পণ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:১৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / ৮১৭ বার পঠিত

সাভারে বাবাকে খুন করে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল দিয়ে আত্মসমর্পণ করেছেন মেয়ে জান্নাত জাহান শিফা(২৩)। সাভার পৌর মজিদপুর কাঠালবাগান এলাকায় আব্দুল কাদের বাড়ির ৫ম তলায় আজ বৃহস্পতিবার (০৮ মে) ভোরে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।

 

নিহত ব্যক্তির নাম আব্দুস সাত্তার (৫৬)। তিনি নাটোরের সিংড়া থানার ভগা গ্রামের বাসিন্দা।

 

স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, ভোররাতের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করেন অভিযুক্ত মেয়ে। ফোন করে তিনি তাঁর বাবাকে কুপিয়ে হত্যার কথা জানান। পরে পুলিশ মজিদপুরের কাঠালবাগান মহল্লায় গিয়ে তাদের ভাড়া বাসা থেকে বাবা আব্দুস সাত্তারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ অভিযুক্ত মেয়েকে আটক করে থানায় নিয়ে আসে এবং মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

প্রাথমিকভাবে আটক অভিযুক্ত মেয়ের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা শাহীনুর কবির আরও জানান, দীর্ঘদিন ধরে বাবা আব্দুস সাত্তার মেয়েকে যৌন নির্যাতন করে আসছিলেন। এর আগেও নাটোরের সিংড়া থানায় মেয়ের দায়ের করা ধর্ষণ মামলায় তিনি জেল খেটেছেন। সম্প্রতি সাভারের ভাড়া বাসায় মেয়ের সঙ্গে পুনরায় বসবাস শুরু করেন। এরপর মেয়েকে আবারও যৌন নির্যাতন শুরু করেন তিনি। গতকাল রাতে খাবারের সঙ্গে ২০টি ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ভোর রাতে বাবা আব্দুস সাত্তারকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেন মেয়ে নিজেই।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

যৌন নির্যাতনের অভিযোগে বাবাকে কুপিয়ে হত্যার পর মেয়ের আত্মসমর্পণ

আপডেটঃ ০৬:১৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

সাভারে বাবাকে খুন করে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল দিয়ে আত্মসমর্পণ করেছেন মেয়ে জান্নাত জাহান শিফা(২৩)। সাভার পৌর মজিদপুর কাঠালবাগান এলাকায় আব্দুল কাদের বাড়ির ৫ম তলায় আজ বৃহস্পতিবার (০৮ মে) ভোরে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।

 

নিহত ব্যক্তির নাম আব্দুস সাত্তার (৫৬)। তিনি নাটোরের সিংড়া থানার ভগা গ্রামের বাসিন্দা।

 

স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, ভোররাতের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করেন অভিযুক্ত মেয়ে। ফোন করে তিনি তাঁর বাবাকে কুপিয়ে হত্যার কথা জানান। পরে পুলিশ মজিদপুরের কাঠালবাগান মহল্লায় গিয়ে তাদের ভাড়া বাসা থেকে বাবা আব্দুস সাত্তারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ অভিযুক্ত মেয়েকে আটক করে থানায় নিয়ে আসে এবং মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

প্রাথমিকভাবে আটক অভিযুক্ত মেয়ের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা শাহীনুর কবির আরও জানান, দীর্ঘদিন ধরে বাবা আব্দুস সাত্তার মেয়েকে যৌন নির্যাতন করে আসছিলেন। এর আগেও নাটোরের সিংড়া থানায় মেয়ের দায়ের করা ধর্ষণ মামলায় তিনি জেল খেটেছেন। সম্প্রতি সাভারের ভাড়া বাসায় মেয়ের সঙ্গে পুনরায় বসবাস শুরু করেন। এরপর মেয়েকে আবারও যৌন নির্যাতন শুরু করেন তিনি। গতকাল রাতে খাবারের সঙ্গে ২০টি ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ভোর রাতে বাবা আব্দুস সাত্তারকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেন মেয়ে নিজেই।