ঢাকা , বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দেশের মাঠে প্রথমবারের মতো খেলতে ঢাকায় হামজা চৌধুরী

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / ৭৭৩ বার পঠিত

সিঙ্গাপুরের সঙ্গে এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলতে হামজা চৌধুরী ঢাকায় ফিরেছেন। ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডারের বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে গত মার্চে; ম্যাচটি হয়েছিলো ভারতের শিলংয়ে। এবার দেশের মাঠে প্রথম খেলার অপেক্ষায় তিনি।

 

আজ সোমবার (২ জুন)  সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিলো হামজার। তবে ফ্লাইট বিলম্ব হওয়ায় ১০টা ৫৫ মিনিটে অবতরণ করেন তিনি। বাবা-মাও এসেছেন তার সঙ্গে।

 

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে গত শুক্রবার (৩০ মে) থেকে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ক্যাম্প শুরু করেছে হাভিয়ের কাবরেরার দল। পরদিন থেকে শুরু হয়েছে অনুশীলন। ইংল্যান্ড প্রবাসী হামজাও দ্রুত সেখানে যোগ দেবেন।

 

জাতীয় স্টেডিয়ামেই ১০ জুন হবে সিঙ্গাপুর ম্যাচ। তার আগে ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। দুই ম্যাচের জন্য গত ২৮ মে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন হাভিয়ের কাবরেরা। সেই দলে কানাডাপ্রবাসী সমিত সোম ও ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলামও রয়েছেন।

 

সমতি সোম দেশে আসবেন আগামীকাল। ফাহামেদুল ইসলাম আগেই দলে যোগ দিয়েছেন। তিনি প্রথম দিন থেকেই ক্যাম্পে আছেন, ঢাকায় এসেছিলেন ২৮ মে।

 

ইংল্যান্ড প্রবাসী আরেক ফুটবলার কিউবা মিচেল আলোচনায় আছেন বেশ কিছুদিন ধরেই। তবে সুখবর হচ্ছে এই যে, আজ বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন কিউবা। তবে সিঙ্গাপুর ম্যাচের আগে তাকে ডাকবেন কি না, তা এখনো জানা যায়নি। ১০ জুন সিঙ্গাপুর ম্যাচে কিউবাকে খেলাতে হলে ৩ জুনের মধ্যে এএফসি পোর্টালে আবেদন করতে হবে। তাই বাফুফেকে সিদ্ধান্ত নিতে হবে আজ-কালের মধ্যেই।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

দেশের মাঠে প্রথমবারের মতো খেলতে ঢাকায় হামজা চৌধুরী

আপডেটঃ ০২:১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

সিঙ্গাপুরের সঙ্গে এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলতে হামজা চৌধুরী ঢাকায় ফিরেছেন। ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডারের বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে গত মার্চে; ম্যাচটি হয়েছিলো ভারতের শিলংয়ে। এবার দেশের মাঠে প্রথম খেলার অপেক্ষায় তিনি।

 

আজ সোমবার (২ জুন)  সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিলো হামজার। তবে ফ্লাইট বিলম্ব হওয়ায় ১০টা ৫৫ মিনিটে অবতরণ করেন তিনি। বাবা-মাও এসেছেন তার সঙ্গে।

 

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে গত শুক্রবার (৩০ মে) থেকে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ক্যাম্প শুরু করেছে হাভিয়ের কাবরেরার দল। পরদিন থেকে শুরু হয়েছে অনুশীলন। ইংল্যান্ড প্রবাসী হামজাও দ্রুত সেখানে যোগ দেবেন।

 

জাতীয় স্টেডিয়ামেই ১০ জুন হবে সিঙ্গাপুর ম্যাচ। তার আগে ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। দুই ম্যাচের জন্য গত ২৮ মে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন হাভিয়ের কাবরেরা। সেই দলে কানাডাপ্রবাসী সমিত সোম ও ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলামও রয়েছেন।

 

সমতি সোম দেশে আসবেন আগামীকাল। ফাহামেদুল ইসলাম আগেই দলে যোগ দিয়েছেন। তিনি প্রথম দিন থেকেই ক্যাম্পে আছেন, ঢাকায় এসেছিলেন ২৮ মে।

 

ইংল্যান্ড প্রবাসী আরেক ফুটবলার কিউবা মিচেল আলোচনায় আছেন বেশ কিছুদিন ধরেই। তবে সুখবর হচ্ছে এই যে, আজ বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন কিউবা। তবে সিঙ্গাপুর ম্যাচের আগে তাকে ডাকবেন কি না, তা এখনো জানা যায়নি। ১০ জুন সিঙ্গাপুর ম্যাচে কিউবাকে খেলাতে হলে ৩ জুনের মধ্যে এএফসি পোর্টালে আবেদন করতে হবে। তাই বাফুফেকে সিদ্ধান্ত নিতে হবে আজ-কালের মধ্যেই।