ঢাকা , বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আদালতে আত্মসমার্পণ: হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অপু বিশ্বাস

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৪৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / ৭৬৮ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এর আগে এ মামলায় আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল।

 

আজ রোববার (১৩ জুলাই) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির হন অপু বিশ্বাস। এরপর তিনি আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত অপু বিশ্বাসের ১০ হাজার টাকা বন্ডে পুলিশ প্রতিবেদনের আগ পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

 

অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল জানান, গত ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন অপু বিশ্বাস। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে তিনি বৃহস্পতিবার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিননামা দাখিল করেন। পরে রোববার আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

 

চলতি বছরের মার্চে এনামুল হক নামের এক ব্যক্তি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা করেন। অভিযোগ, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাকে হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনায় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৮৩ জনকে আসামি করেন।

 

আসামিদের মধ্যে রয়েছেন অভিনয়জগতের পরিচিত মুখ—সুবর্ণা মোস্তফা, অপু বিশ্বাস, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, নায়ক সাইমন সাদিক, আজিজুল হাকিম, জায়েদ খান, শাহনুর, তানভীন সুইটি, জাকিয়া মুন, তারিন জাহান ও উর্মিলা শ্রাবন্তী কর। মামলার অভিযোগে বলা হয়, এ সকল তারকা তৎকালীন আওয়ামী লীগ সরকারকে বিপুল অর্থের জোগান দিয়ে আন্দোলন দমন প্রক্রিয়ায় সহযোগিতা করেন।

 

বাদী এনামুল হকের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে তার ডান পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। মামলায় আরও উল্লেখ করা হয়, অভিনেতা-অভিনেত্রীরা মূলত অর্থ জোগানের মাধ্যমে সহায়তা করলেও অন্য অভিযুক্তরা সরাসরি দমন কার্যক্রমে অংশ নেন।

 

উল্লেখ্য, চলতি বছরের ১৮ মে গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়াকে। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। ২০ মে তিনি জামিনে মুক্তি পান।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আদালতে আত্মসমার্পণ: হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অপু বিশ্বাস

আপডেটঃ ০৫:৪৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এর আগে এ মামলায় আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল।

 

আজ রোববার (১৩ জুলাই) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির হন অপু বিশ্বাস। এরপর তিনি আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত অপু বিশ্বাসের ১০ হাজার টাকা বন্ডে পুলিশ প্রতিবেদনের আগ পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

 

অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল জানান, গত ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন অপু বিশ্বাস। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে তিনি বৃহস্পতিবার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিননামা দাখিল করেন। পরে রোববার আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

 

চলতি বছরের মার্চে এনামুল হক নামের এক ব্যক্তি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা করেন। অভিযোগ, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাকে হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনায় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৮৩ জনকে আসামি করেন।

 

আসামিদের মধ্যে রয়েছেন অভিনয়জগতের পরিচিত মুখ—সুবর্ণা মোস্তফা, অপু বিশ্বাস, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, নায়ক সাইমন সাদিক, আজিজুল হাকিম, জায়েদ খান, শাহনুর, তানভীন সুইটি, জাকিয়া মুন, তারিন জাহান ও উর্মিলা শ্রাবন্তী কর। মামলার অভিযোগে বলা হয়, এ সকল তারকা তৎকালীন আওয়ামী লীগ সরকারকে বিপুল অর্থের জোগান দিয়ে আন্দোলন দমন প্রক্রিয়ায় সহযোগিতা করেন।

 

বাদী এনামুল হকের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে তার ডান পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। মামলায় আরও উল্লেখ করা হয়, অভিনেতা-অভিনেত্রীরা মূলত অর্থ জোগানের মাধ্যমে সহায়তা করলেও অন্য অভিযুক্তরা সরাসরি দমন কার্যক্রমে অংশ নেন।

 

উল্লেখ্য, চলতি বছরের ১৮ মে গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়াকে। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। ২০ মে তিনি জামিনে মুক্তি পান।