আজ দাপটে থাকবে ঢাকার তাপমাত্রা
																
								
							
                                - আপডেটঃ ০১:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
 - / ৭৫৬ বার পঠিত
 
টানা কয়েকদিনের বৃষ্টির পর আবারও দাপটে তাপমাত্রা। ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইতোমধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩৫ ডিগ্রির ঘরে। এছাড়াও তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ সোমবার (১১ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে এই সময়ে সিলেটে সর্বোচ্চ ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের শেষদিকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশের কয়েকটি বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
এই আবহাওয়াবিদ জানিয়েছেন, সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। আর এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ফলে গরমের দাপট আরও বাড়তে পারে।
 
																		









