ঢাকা , মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৮০০

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৭:৩৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৭৪৩ বার পঠিত

আফগানিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ও ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১২ জনে। এ ছাড়া এখন পর্যন্ত অন্তত আড়াই হাজার মানুষের আহত হওয়ার খবর জানা গেছে।

 

আজ সোমবার (০১ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারক রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার

 

তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলে স্থানীয় সময় গতকাল রোববার রাত ১১টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশ। নানগারহার ও লাঘমান প্রদেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে এবং কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

 

ভূমিকম্পের পর দুর্গম পার্বত্য এলাকায় অনেক জায়গায় ভূমিধসে সড়ক বন্ধ হয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। আকাশপথে উদ্ধার অভিযান চালাতে সহায়তা দিতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সহায়তা সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের কর্মকর্তারা।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা– ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক শূন্য। এর উৎপত্তিস্থল ছিল নানগারহার প্রদেশের জালালাবাদের পূর্ব-উত্তরপূর্বে ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর একই এলাকায় আরও দুটি আফটারশক হয়, যার মাত্রা ছিল ৫ দশমিক ২।

 

ইউএসজিএস একটি সতর্কতা জারি করেছে, যা ভূমিকম্পের পরে অর্থনৈতিক এবং মানবিক ক্ষয়ক্ষতির পূর্বাভাস দেয়। আঞ্চলিক বা জাতীয় পর্যায়ে পদক্ষেপ প্রয়োজন বলেও উল্লেখ করে সংস্থাটি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৮০০

আপডেটঃ ০৭:৩৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ও ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১২ জনে। এ ছাড়া এখন পর্যন্ত অন্তত আড়াই হাজার মানুষের আহত হওয়ার খবর জানা গেছে।

 

আজ সোমবার (০১ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারক রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার

 

তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলে স্থানীয় সময় গতকাল রোববার রাত ১১টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশ। নানগারহার ও লাঘমান প্রদেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে এবং কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

 

ভূমিকম্পের পর দুর্গম পার্বত্য এলাকায় অনেক জায়গায় ভূমিধসে সড়ক বন্ধ হয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। আকাশপথে উদ্ধার অভিযান চালাতে সহায়তা দিতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সহায়তা সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের কর্মকর্তারা।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা– ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক শূন্য। এর উৎপত্তিস্থল ছিল নানগারহার প্রদেশের জালালাবাদের পূর্ব-উত্তরপূর্বে ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর একই এলাকায় আরও দুটি আফটারশক হয়, যার মাত্রা ছিল ৫ দশমিক ২।

 

ইউএসজিএস একটি সতর্কতা জারি করেছে, যা ভূমিকম্পের পরে অর্থনৈতিক এবং মানবিক ক্ষয়ক্ষতির পূর্বাভাস দেয়। আঞ্চলিক বা জাতীয় পর্যায়ে পদক্ষেপ প্রয়োজন বলেও উল্লেখ করে সংস্থাটি।