নেত্রকোণার জঙ্গি প্রশিক্ষণ সেই বাড়িতে পুলিশের অভিযান

- আপডেটঃ ০৫:২০:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
- / ৬৩৫ বার পঠিত
নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশের ঘিরে রাখা বাড়িটিতে অভিযান শুরু হয়েছে।
আজ রোববার (০৯ জুন) সকাল নয়টার দিকে পুলিশের বিশেষায়িত দল কাউন্টার টেররিজম, অ্যান্টিটেররিজম ও সোয়াট ইউনিটের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
এন্টিটেরিজম ইউনিটেরর কর্মকর্তারা জানিয়েছেন, ভেতরে কোনো মানুষ নেই বলে তারা নিশ্চিত হয়েছেন।
এর আগে, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পুলিশের একটি বিশেষ দল আজ শনিবার দুপুরে ওই বাড়িতে প্রাথমিক তল্লাশি চালায়। এ সময় একটি পিস্তল ও ১৭ রাউন্ড গুলি জব্দ করা হয়। তবে কাউকে আটক করা হয়নি।
নেত্রকোণা জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, ওই এলাকার প্রফেসর আব্দুল মান্নানের ফিসারিতে জঙ্গি আস্তানা রয়েছে, গোপন এমন সংবাদ পেয়ে শুক্রবার রাত জায়গায়টি পুলিশ নজরদারিতে রাখে। পরে শনিবার সকাল থেকে জায়গায়টি ঘিরে ফেলা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে অভিযান চালিয়ে একটি পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। বাড়ির ভেতরে বোমা অথবা বোমা তৈরির সরঞ্জাম থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে একটি সূত্র জানিয়েছে, ওই মাছের খামারে গভীর রাতে প্রায়ই বোরকা পড়া দুই জনকে যাওয়া-আসা করতে দেখা গেছে। তবে তারা নারী না পুরুষ তা নিশ্চিত হওয়া যায়নি।
সূত্রটি আরও জানায়, দিনে ওই বাড়ি থেকে কাউকে যেতে বা বের হতে কখন দেখা যায়নি বললেই চলে। তবে কেউ কেউ মুখ আড়াল করে নামাজে যেতেন।
সূত্র বলছে, পুলিশের অভিযানের পর ঘটনাস্থল থেকে প্রচুর রান্না করা খাবারও উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে আস্তানাটি জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র ছিল বলেই ধারনা করা হচ্ছে।