বাংলাদেশ ল্যান্ড এ্যাডমিনিষ্ট্রেশন জার্নালিষ্টস্ এসোসিয়েশন (বিএলএজেএ) এর কার্যনির্বাহী কমিটি গঠন
- আপডেটঃ ০৬:০০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
- / ৫৩৬ বার পঠিত
স্মার্ট ভূমি প্রশাসন ব্যবস্থাপনা সাংবাদিকতার শপথ নিয়ে রাজধানীর সেগুনবাগিচায় বাগিচা রেস্টুরেন্টে আজ ০২ আগষ্ট ২০২৪ইং শুক্রবার দুপুরে “বাংলাদেশ ল্যান্ড এ্যাডমিনিষ্ট্রেশন জার্নালিষ্টস্ এসোসিয়েশন (বিএলএজেএ)” এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আলীমুজ্জামান সভাপতি ও হুমায়ূন কবীর মুজিব (হুমায়ূন মুজিব) কে সাধারণ সম্পাদক মনোনীত করে ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি ডেইলি মর্নিং ভয়েস এর বিশেষ প্রতিবেদক জনাব আলীমুজ্জামান। সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি জনাব সাজ্জাদ আলম খান তপু। সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন হয়।
কমিটির সদস্যগণ হলেন-
সভাপতি -আলীমুজ্জামান (ডেইলি মর্নিং ভয়েস), সহ-সভাপতি– মো: মিজানুর রহমান (দৈনিক করতোয়া), সাধারণ সম্পাদক – মোহাম্মাদ হুমায়ূন কবীর মুজিব (হুমায়ূন মুজিব)(বাংলাদেশের আলো), যুগ্ম-সাধারণ সম্পাদক– ইসমাইল হোসেন (দৈনিক লাখো কন্ঠ), কোষাধ্যক্ষ– আলীউল আজীম রাজু (অর্থ আদালত), সাংগঠনিক সম্পাদক– মো: খোরশেদ আলম সীমান্ত (দৈনিক বর্তমান কথা), প্রচার সম্পাদক -মো: শফিকুল ইসলাম (দৈনিক বাংলাদেশ সমাচার), নির্বাহী সদস্য– মাহবুব আলম (ডেইলি সান), নির্বাহী সদস্য– অনিমেশ চক্রবত্তী (একুশের বানী), নির্বাহী সদস্য– গৌতম কুমার এদবর (রুপসী বাংলা ৭১), নির্বাহী সদস্য– মোবারক আজাদ (দৈনিক কালের কন্ঠ)