ভারতের আকাশে মহড়া, সি-১৩০ বিমান পাঠাবে না বাংলাদেশ
- আপডেটঃ ০১:৫০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
- / ৫৩০ বার পঠিত
ভারতের রাজস্থানের আকাশে গত শুক্রবার (৩০ আগস্ট) শুরু হয়েছে বহুজাতিক উড়োজাহাজ মহড়া। চলবে আগামী শনিবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত।
তরঙ্গ শক্তি নামের এই মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ১৮টি দেশ অংশ নেওয়ার কথা। বাংলাদেশ থেকে পাঠানোর কথা সি-১৩০ আকাশযান। কিন্তু বাংলাদেশ সরকার এই আকাশযান পাঠাবে না বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও দ্য প্রিন্ট।
সংবাদমাধ্যম দ্য প্রিন্ট বলছে, তরঙ্গ শক্তি নামের এই মহড়ার দ্বিতীয় পর্ব চলছে। এতে এখন বাংলাদেশের পরিবর্তে শ্রীলঙ্কা অংশ নেবে। বি–২০০ সুপার কিং এয়ার ম্যারিটাইম সারভাইলেন্স আকাশযান পাঠাবে। তবে, বাংলাদেশ সি-১৩০ আকাশযান না পাঠালেও প্রতিনিধি বা অবজারভার হিসেবে তিনজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা পাঠাবে।
বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের একটি সূত্রের বরাতে দ্য প্রিন্ট বলছে, তরঙ্গ শক্তি মহড়ার দ্বিতীয় পর্ব বাংলাদেশ বয়কট করেনি।
এর আগে সুলুরে গত ৬ থেকে ১৪ আগস্ট তরঙ্গ শক্তি মহড়ার প্রথম পর্ব ঠিকঠাকমতো অনুষ্ঠিত হয়। তবে, তাতে এত দেশ অংশ নেওয়ার কথা ছিল না। দ্বিতীয় পর্বে অস্ট্রেলিয়া, আমেরিকা, গ্রিস, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের ফাইটার জেট এতে অংশ নেবে। মহড়ার সময় ভারত এশিয়া তেজস, এসিইউ-৩০, এমকেআই এবং রাফালেসহ আধুনিক আকাশযান প্রদর্শন করবে। তবে, এতে বাংলাদেশের আকাশযান থাকছে না।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। প্রধার উপদেষ্টা হন ড. মুহাম্মদ ইউনূস। এরপর পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক ‘সংকটে’ রয়েছে।