ঢাকা , শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ৫৭৬ বার পঠিত

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে রাওয়ালপিন্ডিতে মাঠে নামার আগে বাংলাদেশের পরিসংখ্যানের খাতাটা ছিল পুরোই ফাঁকা। ১৩ টেস্টে মুখোমুখি হয়ে মাত্র একটি ড্র করেছিল বাংলাদেশ। আর বাকি ১২টিতেই হারের তেতো স্বাদ পেতে হয়েছিল টাইগারদের। তবে প্রথম টেস্টেই পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে তাদের বিপক্ষে জয়ের খরা কাটিয়েছিল বাংলাদেশ। সেইসঙ্গে টাইগারদের সামনে সুযোগ আসে পাকিস্তানের মতো বড় দলের বিপক্ষে সিরিজ জয়ের।

 

আর সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি সাকিব-মিরাজরা। দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জিতেছে টাইগাররা। শুধু পাকিস্তানই নয় বড় দলগুলোর বিপক্ষে এটির প্রথম সিরিজ জয় বাংলাদেশ। সব মিলিয়ে নবম সিরিজ জয় এটি। বাকি আটটি সিরিজ জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজের মতো ছোট দলগুলোর বিপক্ষে।

 

আজ মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) ৪২ রানে ১০ উইকেট হাতে রেখে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। তবে দিনের শুরুতেই ২ ব্যাটারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে সফরকারীরা। ব্যক্তিগত ৩১ রান নিয়ে ব্যাটিংয়ে নামা জাকির হোসেন ফেরেন ৪০ রান করে। আরেক ওপেনার সাদমান ইসলাম করেন ২৪ রান।

 

পাকিস্তান মাটিতে, পাকিস্তানেরই প্রথম সারির দলকে, দুই টেস্টেই দাপট দেখিয়ে সিরিজে হোয়াইটওয়াশ করে দিল বাংলাদেশ! রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেটে জিতে টেস্টে পাকিস্তানকে প্রথমবার হারানোর স্বাদ পেয়েছিল বাংলাদেশ, একই ভেন্যুতে দ্বিতীয় টেস্টে আজ বাংলাদেশ জিতে গেল ৬ উইকেটে।

 

১৪৩ রান দরকার, হাতে ১০ উইকেট। ক্রিকেটে অনিশ্চয়তার জায়গা তো সব সময়ই থাকে, তবু রাওয়ালপিন্ডিতে আজ টেস্টের পঞ্চম দিনে সম্ভাবনায় যে বাংলাদেশই বিপুল ব্যবধানে এগিয়ে ছিল, সেটা বুঝতে ক্রিকেট বিশ্লেষক হতে হয় না।

 

পাকিস্তান অবিশ্বাস্য কিছুর আশায় ছিল। বৃষ্টির চোখরাঙানিও ছিল। তবে বৃষ্টি শেষ পর্যন্ত আর বাংলাদেশের জয়ের পথটা পিচ্ছিল করতে আসেনি। পাকিস্তানেরও সাধ্যে কুলায়নি বল হাতে অবিশ্বাস্য কিছু করার।

 

দিনের শুরুতে একটু অস্বস্তি ছিল বটে বাংলাদেশের। ৭ ওভারে বিনা উইকেটে ৪২ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ, জাকির হাসান-সাদমান ইসলামের জুটি ২০ মাসের মধ্যে প্রথমবার টেস্টে ওপেনিং জুটিতে ফিফটির স্বাদ দিয়েছে বাংলাদেশকে। তবে এরপর ওভার ছয়েকের মধ্যে ১৩ রানেই দুই ওপেনার বিদায় নিলেন। জাকির আউট ৩৯ বলে ৪০ রান করে, সাদমান ৫১ বলে ২৪ রানে।

 

দিনের প্রথম ঘণ্টা তো সব সময়ই কিছুটা ঝুঁকিপূর্ণ। তার মধ্যে পাকিস্তানের তিন পেসার মীর হামজা, মোহাম্মদ আলী আর খুররম শেহজাদ দিনের শুরু থেকেই দারুণ লাইন-লেংথে বাংলাদেশের ব্যাটসম্যানদের রান করার সুযোগ সেভাবে দেননি। দিনে লক্ষ্য মাত্র ১৪৩ রান হওয়ায় রান শুকানো তেমন বড় ব্যাপার ছিল না, কিন্তু শুরুর ১১ ওভারের মধ্যে দুই উইকেট চলে যাওয়ায় একটা চাপা অস্বস্তি তো ছিলই!

 

কিন্তু তৃতীয় উইকেটে মুমিনুল হক আর নাজমুল হোসেন শান্ত অস্বস্তিটা দূর করে বাংলাদেশের জয়ের রাস্তা সহজ করে দিলেন। উইকেটের ঘরে সংখ্যাটা ২ রেখেই দুজন প্রথমে ১০০-র ঘরে নিলেন বাংলাদেশকে, লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের সামনে সমীকরণটা আর মাত্র ৬৩ রানের। হাতে তখন ৮ উইকেট, চিন্তার আর তখন কিছু ছিল কি?

 

লাঞ্চের পর অবশ্য ৫৭ রানের জুটিটা ভাঙে শান্ত (৩৮) আগা সালমানের বলে আউট হয়ে যাওয়ায়। মুশফিকের সঙ্গে আবার জুটি গড়েন মুমিনুল। এ জুটিতে রান তেমন আসেনি, তবে ২৬ রানের ওই জুটিতে বাংলাদেশের রান ১৫০ পেরিয়ে গেল। জয় তখন দৃষ্টিসীমায়, আরও কাছে।

 

উইকেটের জন্য মরিয়া পাকিস্তান ওই জুটির সময়ে টানা দুই বলে দুটি রিভিউও হারাল। শেষ পর্যন্ত যখন উইকেট পেল পাকিস্তান, ৭১ বলে ৩৪ রান করে যখন মুমিনুল আউট হচ্ছেন, তখন আর জয়ের জন্য বাংলাদেশের দরকার ৩২ রান। ডাকছে ইতিহাস!

 

সাকিব এলেন, মুশফিকের সঙ্গে জুটি বাঁধলেন। তখন একটাই সংশয় ছিল, বাংলাদেশ জেতার আগে আবার চা বিরতির ছেদ পড়ে কি না। শেষ পর্যন্ত তা আর হলো না। একবার স্টাম্পিংয়ের শঙ্কায় পড়া সাকিবের চারেই জয় নিশ্চিত হয়ে গেল। সাকিব ২১ রানে অপরাজিত থাকলেন, মুশফিক ২১ রানে। বাংলাদেশ গড়ে ফেলল ইতিহাস।

 

চা-টা আজ আরও মিষ্টিই লাগার কথা সাকিব-মুশফিক-শান্তদের। চিনি হয়ে যে চায়ে মিশে গেল ইতিহাস!

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

আপডেটঃ ০৪:১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে রাওয়ালপিন্ডিতে মাঠে নামার আগে বাংলাদেশের পরিসংখ্যানের খাতাটা ছিল পুরোই ফাঁকা। ১৩ টেস্টে মুখোমুখি হয়ে মাত্র একটি ড্র করেছিল বাংলাদেশ। আর বাকি ১২টিতেই হারের তেতো স্বাদ পেতে হয়েছিল টাইগারদের। তবে প্রথম টেস্টেই পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে তাদের বিপক্ষে জয়ের খরা কাটিয়েছিল বাংলাদেশ। সেইসঙ্গে টাইগারদের সামনে সুযোগ আসে পাকিস্তানের মতো বড় দলের বিপক্ষে সিরিজ জয়ের।

 

আর সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি সাকিব-মিরাজরা। দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জিতেছে টাইগাররা। শুধু পাকিস্তানই নয় বড় দলগুলোর বিপক্ষে এটির প্রথম সিরিজ জয় বাংলাদেশ। সব মিলিয়ে নবম সিরিজ জয় এটি। বাকি আটটি সিরিজ জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজের মতো ছোট দলগুলোর বিপক্ষে।

 

আজ মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) ৪২ রানে ১০ উইকেট হাতে রেখে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। তবে দিনের শুরুতেই ২ ব্যাটারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে সফরকারীরা। ব্যক্তিগত ৩১ রান নিয়ে ব্যাটিংয়ে নামা জাকির হোসেন ফেরেন ৪০ রান করে। আরেক ওপেনার সাদমান ইসলাম করেন ২৪ রান।

 

পাকিস্তান মাটিতে, পাকিস্তানেরই প্রথম সারির দলকে, দুই টেস্টেই দাপট দেখিয়ে সিরিজে হোয়াইটওয়াশ করে দিল বাংলাদেশ! রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেটে জিতে টেস্টে পাকিস্তানকে প্রথমবার হারানোর স্বাদ পেয়েছিল বাংলাদেশ, একই ভেন্যুতে দ্বিতীয় টেস্টে আজ বাংলাদেশ জিতে গেল ৬ উইকেটে।

 

১৪৩ রান দরকার, হাতে ১০ উইকেট। ক্রিকেটে অনিশ্চয়তার জায়গা তো সব সময়ই থাকে, তবু রাওয়ালপিন্ডিতে আজ টেস্টের পঞ্চম দিনে সম্ভাবনায় যে বাংলাদেশই বিপুল ব্যবধানে এগিয়ে ছিল, সেটা বুঝতে ক্রিকেট বিশ্লেষক হতে হয় না।

 

পাকিস্তান অবিশ্বাস্য কিছুর আশায় ছিল। বৃষ্টির চোখরাঙানিও ছিল। তবে বৃষ্টি শেষ পর্যন্ত আর বাংলাদেশের জয়ের পথটা পিচ্ছিল করতে আসেনি। পাকিস্তানেরও সাধ্যে কুলায়নি বল হাতে অবিশ্বাস্য কিছু করার।

 

দিনের শুরুতে একটু অস্বস্তি ছিল বটে বাংলাদেশের। ৭ ওভারে বিনা উইকেটে ৪২ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ, জাকির হাসান-সাদমান ইসলামের জুটি ২০ মাসের মধ্যে প্রথমবার টেস্টে ওপেনিং জুটিতে ফিফটির স্বাদ দিয়েছে বাংলাদেশকে। তবে এরপর ওভার ছয়েকের মধ্যে ১৩ রানেই দুই ওপেনার বিদায় নিলেন। জাকির আউট ৩৯ বলে ৪০ রান করে, সাদমান ৫১ বলে ২৪ রানে।

 

দিনের প্রথম ঘণ্টা তো সব সময়ই কিছুটা ঝুঁকিপূর্ণ। তার মধ্যে পাকিস্তানের তিন পেসার মীর হামজা, মোহাম্মদ আলী আর খুররম শেহজাদ দিনের শুরু থেকেই দারুণ লাইন-লেংথে বাংলাদেশের ব্যাটসম্যানদের রান করার সুযোগ সেভাবে দেননি। দিনে লক্ষ্য মাত্র ১৪৩ রান হওয়ায় রান শুকানো তেমন বড় ব্যাপার ছিল না, কিন্তু শুরুর ১১ ওভারের মধ্যে দুই উইকেট চলে যাওয়ায় একটা চাপা অস্বস্তি তো ছিলই!

 

কিন্তু তৃতীয় উইকেটে মুমিনুল হক আর নাজমুল হোসেন শান্ত অস্বস্তিটা দূর করে বাংলাদেশের জয়ের রাস্তা সহজ করে দিলেন। উইকেটের ঘরে সংখ্যাটা ২ রেখেই দুজন প্রথমে ১০০-র ঘরে নিলেন বাংলাদেশকে, লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের সামনে সমীকরণটা আর মাত্র ৬৩ রানের। হাতে তখন ৮ উইকেট, চিন্তার আর তখন কিছু ছিল কি?

 

লাঞ্চের পর অবশ্য ৫৭ রানের জুটিটা ভাঙে শান্ত (৩৮) আগা সালমানের বলে আউট হয়ে যাওয়ায়। মুশফিকের সঙ্গে আবার জুটি গড়েন মুমিনুল। এ জুটিতে রান তেমন আসেনি, তবে ২৬ রানের ওই জুটিতে বাংলাদেশের রান ১৫০ পেরিয়ে গেল। জয় তখন দৃষ্টিসীমায়, আরও কাছে।

 

উইকেটের জন্য মরিয়া পাকিস্তান ওই জুটির সময়ে টানা দুই বলে দুটি রিভিউও হারাল। শেষ পর্যন্ত যখন উইকেট পেল পাকিস্তান, ৭১ বলে ৩৪ রান করে যখন মুমিনুল আউট হচ্ছেন, তখন আর জয়ের জন্য বাংলাদেশের দরকার ৩২ রান। ডাকছে ইতিহাস!

 

সাকিব এলেন, মুশফিকের সঙ্গে জুটি বাঁধলেন। তখন একটাই সংশয় ছিল, বাংলাদেশ জেতার আগে আবার চা বিরতির ছেদ পড়ে কি না। শেষ পর্যন্ত তা আর হলো না। একবার স্টাম্পিংয়ের শঙ্কায় পড়া সাকিবের চারেই জয় নিশ্চিত হয়ে গেল। সাকিব ২১ রানে অপরাজিত থাকলেন, মুশফিক ২১ রানে। বাংলাদেশ গড়ে ফেলল ইতিহাস।

 

চা-টা আজ আরও মিষ্টিই লাগার কথা সাকিব-মুশফিক-শান্তদের। চিনি হয়ে যে চায়ে মিশে গেল ইতিহাস!