চট্টগ্রামে ‘বাংলার জ্যোতি’ জাহাজে বিস্ফোরণ, নিহত ১
- আপডেটঃ ০১:৪৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- / ৫১০ বার পঠিত
চট্টগ্রাম বন্দরে পতেঙ্গায় কর্ণফুলী নদীর ডলফিন জেটি এলাকায় বাংলার জ্যোতি নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইস্টার্ন রিফাইনারির জেটিতে খালাসরত অবস্থায় এ বিস্ফোরণ ঘটে। জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন। গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন।
বন্দর কর্তৃপক্ষের পাঠানো এ সংক্রান্ত বার্তায় বলা হয়, খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
বন্দরের কর্মকর্তারা বলছেন, আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে বন্দর কর্তৃপক্ষের পাঁচটি ও নৌবাহিনীর একটি টাগবোট ঘটনাস্থলে যায়। আশপাশে থাকা জাহাজগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়।