ঢাকা , রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

লেবাননে স্থল হামলা শুরু ইসরায়েলের

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • / ৫১১ বার পঠিত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করার পর এবার দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করে স্থল অভিযান শুরু করেছে ইসরাইল। এ অবস্থায় হিজবুল্লাহর পক্ষে ইসরাইলের বিরুদ্ধে যেকোনো আগ্রাসী পদক্ষেপ নিতে পারে ইরান। এমন শঙ্কায় ইরানকে হুঁশিয়ার করল মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

 

আজ মঙ্গলবার (০১ অক্টোবর) থেকে স্থল অভিযান শুরুর বিষয়ে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

 

বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের সীমান্ত-সংলগ্ন গ্রামগুলোয় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে শুরুতে বিমান হামলা চালানো হয়েছে। এরপর সেখানে স্থল বাহিনী প্রবেশ করে অভিযান চালাচ্ছে। ইসরায়েলি রাজনৈতিক নেতাদের অনুমোদনের পর লেবাননে স্থল অভিযান শুরু করা হয়।

 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, লেবাননে স্থল অভিযান চালানোর ইচ্ছার কথা আগেই যুক্তরাষ্ট্রকে জানিয়ে রেখেছিল ইসরায়েল। পুরো লেবাননে এই অভিযান চালানোর ইচ্ছা নেই বলে জানিয়েছে তাঁরা। আপাতত আংশিক অভিযান চালাতে চায় ইসরায়েলি বাহিনী।

 

লেবাননে ইসরাইলের নতুন অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন নর্দান অ্যারোস’। ইসরাইলি বাহিনী জানিয়েছে, হামলাটি চালানো হচ্ছে স্থল ও বিমান বাহিনীর সমন্বয়ে।

 

সম্প্রতি হিজবুল্লাহকে লক্ষ্য করে দক্ষিণ লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। গত শুক্রবার বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ও আরও কয়েকজন নেতাকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

 

লেবাননে চলমান হামলায় প্রায় ১০ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গতকাল রোববার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এমনটা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

লেবাননে স্থল হামলা শুরু ইসরায়েলের

আপডেটঃ ০১:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করার পর এবার দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করে স্থল অভিযান শুরু করেছে ইসরাইল। এ অবস্থায় হিজবুল্লাহর পক্ষে ইসরাইলের বিরুদ্ধে যেকোনো আগ্রাসী পদক্ষেপ নিতে পারে ইরান। এমন শঙ্কায় ইরানকে হুঁশিয়ার করল মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

 

আজ মঙ্গলবার (০১ অক্টোবর) থেকে স্থল অভিযান শুরুর বিষয়ে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

 

বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের সীমান্ত-সংলগ্ন গ্রামগুলোয় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে শুরুতে বিমান হামলা চালানো হয়েছে। এরপর সেখানে স্থল বাহিনী প্রবেশ করে অভিযান চালাচ্ছে। ইসরায়েলি রাজনৈতিক নেতাদের অনুমোদনের পর লেবাননে স্থল অভিযান শুরু করা হয়।

 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, লেবাননে স্থল অভিযান চালানোর ইচ্ছার কথা আগেই যুক্তরাষ্ট্রকে জানিয়ে রেখেছিল ইসরায়েল। পুরো লেবাননে এই অভিযান চালানোর ইচ্ছা নেই বলে জানিয়েছে তাঁরা। আপাতত আংশিক অভিযান চালাতে চায় ইসরায়েলি বাহিনী।

 

লেবাননে ইসরাইলের নতুন অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন নর্দান অ্যারোস’। ইসরাইলি বাহিনী জানিয়েছে, হামলাটি চালানো হচ্ছে স্থল ও বিমান বাহিনীর সমন্বয়ে।

 

সম্প্রতি হিজবুল্লাহকে লক্ষ্য করে দক্ষিণ লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। গত শুক্রবার বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ও আরও কয়েকজন নেতাকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

 

লেবাননে চলমান হামলায় প্রায় ১০ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গতকাল রোববার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এমনটা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।