ঢাকা , শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চলতি অর্থবছরে জিডিপি কমার পূর্বাভাস দিলো: আইএমএফ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:৩২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • / ৫১০ বার পঠিত

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) কমে ৪ দশমিক ৫ শতাংশ হবে। আর সার্বিক মূল্যস্ফীতি হবে ৯ দশমিক ৭ শতাংশ। তবে বাজেটে প্রবৃদ্ধি ধরা হয়েছিল ৬ দশমিক ৭৫ শতাংশ। যা করোনা মহামারি বাদ দিলে গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি।

 

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে চলতি ২০২৪-২৫ অর্থবছরের এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। প্রতিবছর এপ্রিলে ও অক্টোবরে দুইটি ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রকাশ করে থাকে প্রতিষ্ঠানটি। তবে এ প্রতিবেদনে নিম্ন প্রবৃদ্ধি এবং উচ্চ মূল্যস্ফীতির কারণ উল্লেখ করা হয়নি।

 

সর্বশেষ আউটলুকে ২০২৪ এবং ২০২৫ সালে বিশ্বের জিডিপির প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশে স্থির থাকার কথা বলা হয়েছিল। আর ২০২৫ সালের পর বিশ্বের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়াবে ৩ দশমিক ৫ শতাংশে। তথ্য ছাড়া আউটলুকে বাংলাদেশ নিয়ে আলাদা কোনো পর্যালোচনা বা বিশ্লেষণ নেই।

 

বিশ্বব্যাংকের এক পূর্বাভাসেও বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কমবে বলে জানানো হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) চলতি অর্থবছরের বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৫ দশমিক ১ শতাংশ হবে বলে গত মাসে প্রাক্কলন করেছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

চলতি অর্থবছরে জিডিপি কমার পূর্বাভাস দিলো: আইএমএফ

আপডেটঃ ০৬:৩২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) কমে ৪ দশমিক ৫ শতাংশ হবে। আর সার্বিক মূল্যস্ফীতি হবে ৯ দশমিক ৭ শতাংশ। তবে বাজেটে প্রবৃদ্ধি ধরা হয়েছিল ৬ দশমিক ৭৫ শতাংশ। যা করোনা মহামারি বাদ দিলে গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি।

 

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে চলতি ২০২৪-২৫ অর্থবছরের এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। প্রতিবছর এপ্রিলে ও অক্টোবরে দুইটি ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রকাশ করে থাকে প্রতিষ্ঠানটি। তবে এ প্রতিবেদনে নিম্ন প্রবৃদ্ধি এবং উচ্চ মূল্যস্ফীতির কারণ উল্লেখ করা হয়নি।

 

সর্বশেষ আউটলুকে ২০২৪ এবং ২০২৫ সালে বিশ্বের জিডিপির প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশে স্থির থাকার কথা বলা হয়েছিল। আর ২০২৫ সালের পর বিশ্বের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়াবে ৩ দশমিক ৫ শতাংশে। তথ্য ছাড়া আউটলুকে বাংলাদেশ নিয়ে আলাদা কোনো পর্যালোচনা বা বিশ্লেষণ নেই।

 

বিশ্বব্যাংকের এক পূর্বাভাসেও বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কমবে বলে জানানো হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) চলতি অর্থবছরের বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৫ দশমিক ১ শতাংশ হবে বলে গত মাসে প্রাক্কলন করেছে।