শেয়ারবাজারে দুই শতাংশের বেশি দরপতন

- আপডেটঃ ০৪:৪৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ৫৪৫ বার পঠিত
দেশের শেয়ারবাজারে বড় দরপতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। এরই মধ্যে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ২ শতাংশের বেশি পয়েন্ট হারিয়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ রোববার (২৭ অক্টোবর) সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে শুরু করে সূচক। বেলা ১ টা ১৫ মিনিটে ডিএসইএক্স সূচক ১০৮ পয়েন্ট হারিয়ে ৫ হাজার ৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময় ডিএসইএস সূচক ২ দশমিক ৩৭ শতাংশ এবং ডিএস ৩০ সূচক ১ দশমিক ৯৩ শতাংশ পয়েন্ট হারিয়েছে।
শেয়ার হারানোর শঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রি করে দেয়ার প্রবণতাও বাড়ছে। এর বিপরীতে শেয়ার কেনার প্রবণতা বেশ কম দেখা যাচ্ছে। বেলা ১ টা ১৫ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৯৪ কোটি টাকার লেনদেন হয়েছে। এ সময়ে ৩১৪টি সিকিউরিটিজের দর কমার বিপরীতে দর বেড়েছে ৪৬টির আর অপরিবর্তিত ছিল ৩২টির বাজারদর।