আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়ে হাসনাত-সারজিসের রিট

- আপডেটঃ ০১:১৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- / ৬০৮ বার পঠিত
আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।
আজ সোমবার (২৮ অক্টোবর) সকালে এ রিটটি দায়ের করেন তারা।
রিটকারীদের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম জানান, সরাসরি আওয়ামী লীগ নিষিদ্ধ চাওয়া হয়নি। রিটে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনে অংশ নেওয়ার উপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
এদিকে আদালত সূত্র বলছে, আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।
এর আগে, গত আগস্ট মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে একটি রিট করা হয়েছিল। বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি তখন খারিজ করে দিয়েছিলেন।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করতে আল্টিমেটাম দেওয়া হয়। এরপর ছাত্রলীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে গত ২৩ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার।