৪ উইকেটে ৩৮ রানে দিনশেষ বাংলাদেশের
- আপডেটঃ ০৫:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / ৫০৭ বার পঠিত
চট্টগ্রামে ব্যাটাররা সবসময় বাড়তি সুবিধা পায় এটা অনেক পুরোনো কথা। তাই টস জিতে দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নামার সময় বোঝা যাচ্ছিল বড় সংগ্রহের পথে হাঁটবে সফরকারীরা। প্রথম ইনিংসে ৫৭৭ রান তুলে বাংলাদেশকে ব্যাট করার সুযোগ দিয়েছিল প্রোটিয়ারা। তবে সেই ব্যাটিং পিচেই টাইগাররা যা করে দেখাল তা হয়তো কেউই আশা করেনি।
দ্বিতীয় দিনের শেষ সময়ে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৯ ওভার ব্যাট করে ৩৮ রান তুলতে পেরেছে স্বাগকিতরা। মুমিনুল হক ৬ রান এবং নাজমুল হাসান শান্ত ৪ রানে অপরাজিত রয়েছেন। এতে দক্ষিণ আফ্রিকার থেকে এখনও ৫৩৭ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
আজ বুধবার (৩০ অক্টোবর) দ্বিতীয় দিনের শেষ সময়ে পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম। ৮ বলে ২ রান করে তাকে সঙ্গ দেন জাকির হাসান। এদিন পিচে বেশিক্ষণ থাকতে পারেননি জয়ও। ২১ বলে ১০ রান করে ফেরেন এই ওপেনার।
সাদমানকে বল করতে গিয়ে কাগিসো রাবাদা ডানহাতি ব্যাটসম্যানের জন্যও ওয়াইড হবে এমন এক বল করলেন, উইকেটকিপারের পক্ষে তা আটকানো কোনোভাবেই সম্ভব না। সঙ্গে পাটাও বাড়িয়েছিলেন একটু বেশি। নোবলসহ ৫ রান পেল বাংলাদেশ।
১ বলেই ১০ রান, দুর্দান্ত শুরু। কিন্তু পঞ্চম বলে লেগ স্টাম্পের বাইরে দিয়ে যাওয়া আরেকটি বল সে শুরুটা নষ্ট করে দিল। যে বল ছেড়ে দেওয়া উচিত ছিল বা উচিত ছিল ফাইন লেগ দিয়ে চার মারার, সে বলটাই সাদমানের ব্যাট ছুঁয়ে চলে গেল পেছনে। আম্পায়ার আউট দিলেন না, কিন্তু রিভিউতে আর বাঁচলেন না সাদমান।
রাবাদার তৃতীয় ওভারে জাকিরের ব্যাট ছুঁয়ে যাওয়া বলটি ছিল আবার অফ স্টাম্পের বাইরে। এবার আম্পায়ার আউট দিলেন, খুব আত্মবিশ্বাসে নেওয়া জাকিরের রিভিউটা নষ্ট হলো।
পরের ওভারে ডেন প্যাটারসনের অফ স্টাম্পের বাইরের বল দূর থেকে খেলতে গেলেন মাহমুদুল হাসান জয়। আগের বলে ওভাবেই একটা চার মেরেছিলেন, কিন্তু এবার বলটা একটু মুভমেন্ট দেখাল, সামনেও পড়েছিল, ফল বল চলে গেল দ্বিতীয় স্লিপে। ২৯ রানে ৩ উইকেট হারানোর পর তাই মাহমুদকে নামানো হলো। প্রথম বলে ৩ নিলেও মহারাজের বল সামলাতে পারেননি মাহমুদ।
তাতে দিনের আলো কমে আসার ফলে মাত্র ৯ ওভার খেলতে নেমেও বাংলাদেশের ছয় ব্যাটসম্যানকে নামতে হলো উইকেটে।