ঢাকা , শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৫৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • / ৫১৯ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

 

গতকাল বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে এগারোটার এবং বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোর ৬টার দিকে চিকিৎসারত অবস্থায় তারা মারা যান।

 

মৃতরা হলেন সাজেদা খাতুন (৪৫)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার উদয়খালী এলাকার মইজ উদ্দিনের মেয়ে। অন্যজন আবদুস সাত্তার (৫০)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংকরপুর এলাকার আবদুর রহমানের ছেলে।

 

এ বিষয়ে ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান বলেন, গত ২৭ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সাজেদা খাতুন। পরে বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। একইভাবে বুধবার (৩০ অক্টোবর) ভর্তি হন আবদুস সাত্তার। তিনি বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোর ৬টার দিকে মারা যান। তারা দুজনেই ডেঙ্গুজ্বরের পাশাপাশি ফুসফুসের ইনফেকশন ও কিডনি সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ছিলেন।

 

তিনি আরও বলেন, হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে বর্তমানে ৩৯ জন রোগী ভর্তি আছেন। তাদেরকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২১ জন।

 

হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম জানান, ডেঙ্গু রোগীদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিতে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা প্রস্তুত রয়েছেন। তবুও সবাইকে সচেতন হতে হবে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

error: Content is protected !!

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

আপডেটঃ ০১:৫৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

 

গতকাল বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে এগারোটার এবং বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোর ৬টার দিকে চিকিৎসারত অবস্থায় তারা মারা যান।

 

মৃতরা হলেন সাজেদা খাতুন (৪৫)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার উদয়খালী এলাকার মইজ উদ্দিনের মেয়ে। অন্যজন আবদুস সাত্তার (৫০)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংকরপুর এলাকার আবদুর রহমানের ছেলে।

 

এ বিষয়ে ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান বলেন, গত ২৭ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সাজেদা খাতুন। পরে বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। একইভাবে বুধবার (৩০ অক্টোবর) ভর্তি হন আবদুস সাত্তার। তিনি বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোর ৬টার দিকে মারা যান। তারা দুজনেই ডেঙ্গুজ্বরের পাশাপাশি ফুসফুসের ইনফেকশন ও কিডনি সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ছিলেন।

 

তিনি আরও বলেন, হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে বর্তমানে ৩৯ জন রোগী ভর্তি আছেন। তাদেরকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২১ জন।

 

হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম জানান, ডেঙ্গু রোগীদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিতে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা প্রস্তুত রয়েছেন। তবুও সবাইকে সচেতন হতে হবে।